বিজ্ঞাপন

ঝিনাইদহের এমপি পরিকল্পিত খুনের শিকার: স্বরাষ্ট্রমন্ত্রী

May 22, 2024 | 2:46 pm

সিনিয়র করেসপন্ডেন্ট

ঢাকা: স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল বলেছেন, ‘ঝিনাইদহ-৪ আসনের সংসদ সদস্য আনোয়ারুল আজিম আনারকে পরিকল্পিতভাবে হত্যা করা হয়েছে। এখানে ভারতীয় কেউ জড়িত নয়। কাজেই ভারতের সঙ্গে আমাদের সম্পর্কের ফাটল ধরার প্রশ্নই আসে না। আমাদের কাছে যা তথ্য আছে তাতে স্পষ্ট যে, বাংলাদেশিরাই এই হত্যার পেছনে জড়িত।’

বিজ্ঞাপন

বুধবার (২২ মে) দুপুরে স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল ধানমণ্ডির বাসভবনে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে এসব তথ্য জানান। এ সময় তার সঙ্গে পুলিশের আইজিপি চৌধুরী আব্দুল্লাহ আল মামুন, ডিএমপি কমিশনার হাবিবুর রহমান ও ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশের প্রধান হারুন অর রশীদ উপস্থিত ছিলেন।

স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, ‘ভারতে চিকিৎসা করাতে গিয়ে নিখোঁজের এক সপ্তাহ পর কলকাতার নিউ টাউন এলাকার একটি বাসা থেকে ঝিনাইদহ-৪ আসনের সংসদ সদস্য আনোয়ারুল আজিম আনারের মরদেহ উদ্ধার করা হয়েছে। এ ঘটনায় বাংলাদেশে তিন জনকে আটক করা হয়েছে।’

পুলিশের ধারণা, আটক ৩ বাংলাদেশি আজিমকে হত্যার সাথে জড়িত। তাদের জিজ্ঞাসাবাদ করা হচ্ছে।

বিজ্ঞাপন

স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, ‘ভারতীয় পুলিশ আমাদের নিশ্চিত করেছে এমপি আনার খুন হয়েছেন। তবে তদন্ত শেষে সবকিছু জানাবে বলে জানিয়েছে। খুনের মোটিভ এখনো জানা যায়নি। তদন্তের স্বার্থে এখন বিস্তারিত কিছু বলতে পারছে না ভারতীয় পুলিশ।’

আরও পড়ুন- ঝিনাইদহের নিখোঁজ এমপি কলকাতায় কলকাতায় খুন!

এক প্রশ্নের জবাবে মন্ত্রী বলেন, ‘আরও কয়েকজনকে গ্রেফতারে কাজ চলছে। আটকদের পুলিশ হেফাজতে নিয়ে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। যারা যারা এই খুনের সঙ্গে জড়িত ছিল, তাদের উদ্দেশ্য কি ছিল তা অবশ্যই তদন্ত শেষে বলা হবে।’

বিজ্ঞাপন

মরদেহ কবে আসবে দেশে জানতে চাইলে মন্ত্রী বলেন, ‘তদন্ত শেষ হোক। আমরা লোক পাঠাবো। যোগাযোগ চলছে। মরদেহ আসবে সময়মতো।’

সীমান্ত এলাকা ঝিনাইদহ-৪ আসনের টানা ৩ বারের সংসদ সদস্য (এমপি) ও কালীগঞ্জ উপজেলা আওয়ামী লীগের সভাপতি ছিলেন আনোয়ারুল আজীম আনার। তিনি ঝিনাইদহ-৪ আসনে আওয়ামী লীগ মনোনীত সংসদ সদস্য ছিলেন। আনার ২০১৪, ২০১৮ ও ২০২৪ সালে টানা তিনবার আওয়ামী লীগের মনোনয়নে সংসদ সদস্য নির্বাচিত হন।

সারাবাংলা/ইউজে/এমও

Tags: , ,

বিজ্ঞাপন
বিজ্ঞাপন
বিজ্ঞাপন
বিজ্ঞাপন