বিজ্ঞাপন

বাবার হত্যাকারীদের ফাঁসি চাই— নিহত আনোয়ারুলের মেয়ে

May 22, 2024 | 4:33 pm

সিনিয়র করেসপন্ডেন্ট

ঢাকা: ভারতে চিকিৎসা করাতে গিয়ে খুনের শিকার ঝিনাইদহ-৪ আসনের সংসদ সদস্য আনোয়ারুল আজিম আনারের মেয়ে মুমতারিন ফেরদৌস ডরিন বলেছেন, বাবার হত্যাকারীদের বিচার চাই।

বিজ্ঞাপন

বুধবার (২২ মে) দুপুরে রাজধানীর মিন্টো রোডে ডিবি কার্যালয়ের সামনে সাংবাদিকদের তিনি এ কথা বলেন।

তিনি বলেন, আমার বাবার হত্যার বিচার চাই। আমার বাবাকে যারা হত্যা করেছে তাদের ফাঁসি কার্যকর করা হয়েছে এটা আমি দেখতে চাই। আমরা কাউকে সন্দেহ করছি না। তবে আমার বাবাকে যারা হত্যা করেছে তাদের আমি দেখতে চাই।

এর আগে, তিনি ২০ মে ডিবি কার্যালয়ে এসে বাবার নিখোঁজের বিষয়ে অবহিত করেন। ওইদিন থেকেই ডিবি পুলিশ বিষয়টি নিয়ে কাজ করছিল।

বিজ্ঞাপন

আরও পড়ুন: কলকাতায় মিলল ঝিনাইদহের নিখোঁজ এমপির মরদেহ

সীমান্ত এলাকা ঝিনাইদহ-৪ আসনের টানা তিনবারের সংসদ সদস্য (এমপি) ও কালীগঞ্জ উপজেলা আওয়ামী লীগের সভাপতি ছিলেন আনোয়ারুল আজীম আনার। তিনি ঝিনাইদহ-৪ আসনে আওয়ামী লীগ মনোনীত সংসদ সদস্য। তিনি ২০১৪, ২০১৮ ও ২০২৪ সালে টানা তিনবার আওয়ামী লীগের মনোনয়নে সংসদ সদস্য নির্বাচিত হন।

বিজ্ঞাপন

সারাবাংলা/ইউজে/ইআ

Tags: ,

বিজ্ঞাপন
বিজ্ঞাপন
বিজ্ঞাপন
বিজ্ঞাপন