বিজ্ঞাপন

‘সমর্থকরাও পাকিস্তান দলের জন্য দোয়া করে না’

June 15, 2024 | 3:34 pm

স্পোর্টস ডেস্ক

প্রথম ম্যাচে যুক্তরাষ্ট্রের বিপক্ষে সুপার ওভারে হার দিয়েই বিশ্বকাপ মিশন শুরু করেছিল পাকিস্তান। এরপর ভারতের বিপক্ষে হেরে খাদের কিনারায় পৌঁছে গিয়েছিলেন তারা। কানাডার বিপক্ষে জয়ে কিছুটা স্বস্তি পেলেও শেষরক্ষা হয়নি বাবর আজমদের। যুক্তরাষ্ট্র-আয়ারল্যান্ড ম্যাচ বৃষ্টির কারণে পরিত্যক্ত হওয়ায় এক ম্যাচ বাকি থাকতেই টুর্নামেন্ট থেকে ছিটকে গেছে পাকিস্তান। সাবেক ভারতীয় ব্যাটার মোহাম্মদ কাইফ বলছেন, এই পাকিস্তান দলের পাশে কেউ নেই। এমনকি সমর্থকরাও তাদের জন্য প্রার্থনা করছেন না!

বিজ্ঞাপন

মাঠের বাইরে পাকিস্তান দল কারো সমর্থন পাচ্ছে না বলেই বিশ্বাস কাইফের, ‘সমর্থকরা তাদের সাথে নেই। তাদের পাশে কে আছে? না সমর্থকরা, না সাবেক ক্রিকেটাররা। আমি যাকেই দেখছি তারাই দলের বিরুদ্ধে কথা বলছেন। যদিও তারা খুবই বাজে পারফর্ম করেছে। কিন্তু বিশ্বকাপ চলার সময় এরকম সমর্থন না পেলে সেটা দলের জন্য একদমই ভালো ব্যাপার না।’

ব্যাটে-বলে ব্যর্থ পাকিস্তান দলের বাদ পড়ার কারণ খুঁজেছেন কাইফও, ‘সুপার ওভারে আমিরের বোলিংই ডুবিয়েছে দলকে। এমন গুরুত্বপূর্ণ মুহূর্তে সে তিনটি ওয়াইড দিয়েছে! ব্যাটাররাও অল্প রান তাড়া করে জেতাতে পারেনি। বাবর-রিজওয়ান ভারতের বিপক্ষে ক্রিজে থিতু হয়েও ম্যাচ জিতিয়ে আনতে পারেনি। চাপের মুখে তারা প্রতি ম্যাচেই ভেঙে পড়েছে। ক্যাচ মিস করেছে। চাপ সামলাতে না পেরেই তাদের এমন হাল।’

বিজ্ঞাপন

সারাবাংলা/এফএম

Tags: ,

বিজ্ঞাপন
বিজ্ঞাপন
বিজ্ঞাপন
বিজ্ঞাপন