বিজ্ঞাপন

লেভান্ডোফস্কিহীন পোল্যান্ডকে মোকাবিলায় নতুন কৌশল সাজাচ্ছে ডাচরা

June 16, 2024 | 1:24 pm

স্পোর্টস ডেস্ক

ইউরোপিয়ান চ্যাম্পিয়নশিপ শুরুর ঠিক আগ মুহূর্তে চোটে পড়েন পোল্যান্ডের অধিনায়ক রবার্ট লেভান্ডোফস্কি। চোটের কারণে দলের হয়ে নিজেদের উদ্বোধনী ম্যাচে খেলতে পারছেন না তিনি। তবে লেভান্ডোফস্কির চোট নেদারল‍্যান্ডসকে আরেক ধরনের সমস‍্যায় ফেলে দিয়েছে! রোনাল্ড কোম্যানকে যে নতুন করে সাজাতে হচ্ছে কৌশল।

বিজ্ঞাপন

পোল‍্যান্ডের হয়ে ১৫০ ম‍্যাচে ৮২ গোল করা লেভানদোভস্কির খেলার ধরন ডাচদের জানা। অধিনায়ক মাঠে থাকলে পোল‍্যান্ড কীভাবে খেলে সেটাও জানা। কিন্তু বার্সেলোনা তারকার অনুপস্থিতিতে মিখাল প্রবিয়েশ কীভাবে দল সাজাবেন, কীভাবে খেলাবেন সে সম্পর্কে খুব একটা ধারণা নেই কুমানদের। তাই ‘চেনা’ শত্রুর অনুপস্থিতি এক ধরনের ঝামেলাতেই পড়েছেন তারা।

রোববার (১৬ জুন) বাংলাদেশ সময় সন্ধ্যা ৭টায় মুখোমুখি লড়াইয়ে নামবে নেদারল্যান্ডস ও পোল্যান্ড। আর এই ম্যাচ নিয়েই নতুন করে ভাবতে হচ্ছে ডাচদের।

শনিবার সংবাদ সম্মলনে তার অনুপস্থিতিতে নেদারল‍্যান্ডসের ‘সমস‍্যার’ কথা বললেন ডাচ কোচ। কোম্যান বলেন, ‘প্রত‍্যেক খেলোয়াড়ের নিজস্ব গুণাবলি আছে আর এতে আমাদের খেলার ধরনে কিছুটা পরিবর্তন আনতে হতে পারে। লেভানদোভস্কি আমাদের চেনা, জানি তার শক্তির জায়গা।’

বিজ্ঞাপন

তিনি শঙ্কা প্রকাশ করেন আসলেও লেভা চোটে কি না। তাই তো তা নিয়ে অতিরিক্ত সাবধানতা অবলম্বন করতে হচ্ছে ডাচদের। কোম্যান এ ব্যাপারে বলেন, ‘এখনও আশা করছি, তারা দুইজন স্ট্রাইকার নিয়ে খেলবে। আমরা তাদের সব স্ট্রাইকারের খেলা বিশ্লেষণ করেছি। আমরা তাদের ফরোয়ার্ডদের চিনি এবং জানি তারা কী করতে পারে। সবসময়ই প্রথম ম‍্যাচে ভালো শুরু এবং জয় পাওয়া গুরুত্বপূর্ণ। আর যেভাবে করার জন‍্য নিজেকে প্রস্তুত করেছেন সেভাবে যদি করতে পারেন তাহলে তো আরও ভালো। ভালো ফল পাওয়াটা খুব গুরুত্বপূর্ণ।’

এদিকে পোলিশ কোচ মিখাল প্রবিয়েশ মনে করছেন পোল্যান্ড দলে প্রজন্মের পালাবদলের মধ্যে অন্য খেলোয়াড়দের দ্যুতি ছড়ানোর সুযোগ অধিনায়কের এই অনুপস্থিতি।

তিনি বলেন, এখানে লুকানোর কিছু নেই। আমরা তার অভাব অনুভব করব। তবে ফল পাওয়ার জন্য অন্য খেলোয়াড়দের যা করা সম্ভব তা করতে হবে। আশা করি সে খেলার আরও সুযোগ পাবে। আমরা যেমন আশা করেছিলাম, বাছাই পর্ব তেমন কাটেনি। তবে সবচেয়ে গুরুত্বপূর্ণ ব্যাপার হলো, আমরা এখন এখানে আর আমরা যা করতে পারি তা করব।’

অস্ট্রিয়ার মুখোমুখি হওয়ার আগে আগামী শুক্রবার লাইপজিগে ফ্রান্সের বিপক্ষে খেলবে কোম্যানের দল।

বিজ্ঞাপন

সারাবাংলা/এসএস

Tags: , ,

বিজ্ঞাপন
বিজ্ঞাপন
বিজ্ঞাপন
বিজ্ঞাপন