বিজ্ঞাপন

ঈদের দিন বন্ধ থাকবে রাজধানীর যেসব সড়ক

June 16, 2024 | 11:00 pm

স্পেশাল করেসপন্ডেন্ট

ঢাকা: রাত পোহালেই পবিত্র ঈদুল আজহা। ধর্মীয় ভাবগাম্ভীর্য নিয়ে ঈদুল আজহা সারাদেশে উদযাপিত হবে।রাজধানীর দক্ষিণ সিটি কর্পোরেশনে প্রধান ঈদ জামাত অনুষ্ঠিত হবে সকাল সাড়ে ৭টায় জাতীয় ঈদগাহ ময়দানে।

বিজ্ঞাপন

জামাতে রাষ্ট্রপতি, মন্ত্রিপরিষদের সদস্যবর্গ, ঢাকায় নিযুক্ত মুসলিম দেশের কূটনৈতিকবৃন্দ এবং বিশিষ্ট ব্যক্তিবর্গ নামাজ আদায় করবেন। তাই নামাজের আগে ও নামাজ চলাকালীন আশপাশের কয়েকটি সড়কে যান চলাচল বন্ধ রাখবে ডিএমপি।

নির্দেশনা অনুযায়ী, সকাল থেকে মৎস্য ভবন ক্রসিং, হোটেল ইন্টারকন্টিনেন্টাল ক্রসিং, কাঁটাবন ক্রসিংয়ে যান চলাচল করতে পারবে না। এসব সড়কে ডাইভারশন দিয়ে অন্য সড়ক দিয়ে যান চলাচল করবে। তবে হেঁটে এসব পয়েন্ট দিয়ে ঈদগাহে প্রবেশ করা যাবে।

ডিএমপি জানায়, ঈদ জামাতে আসা গাড়িগুলো ঢাকা বিশ্ববিদ্যালয়ের জিমনেশিয়াম মাঠ, ফুলার রোড, মহসীন হল মাঠে পার্কিং করতে হবে।

বিজ্ঞাপন

রোববার (১৬ জুন) ডিএমপি ট্রাফিক রমনা বিভাগের পক্ষ থেকে এই ট্রাফিক নির্দেশনা দেওয়া হয়েছে।

সারাবাংলা/জেআর/আইই

Tags:

বিজ্ঞাপন
বিজ্ঞাপন
বিজ্ঞাপন
বিজ্ঞাপন