বিজ্ঞাপন

আগ্রাসী মানসিকতাই পছন্দ তানজিমের

June 17, 2024 | 6:37 pm

স্পোর্টস ডেস্ক

বোলিংয়ে তার আগ্রাসী মনোভাব আলাদা করেই নজর কাড়ে সবার। বিশেষ করে এই বিশ্বকাপে তানজিম হাসান সাকিবের দুর্দান্ত বোলিং বাংলাদেশকে এনে দিয়েছে দারুণ কিছু জয়। নেপালের বিপক্ষে রেকর্ড গড়া বোলিংয়ে বাংলাদেশকে সুপার এইটে তুলেছেন সাকিব। ম্যাচ শেষে নিজের আক্রমণাত্মক বোলিংয়ের স্বপক্ষে তানজিম সাকিব বলছেন, ‘অ্যাটাক ইজ দ্যা বেস্ট ডিফেন্স’।

বিজ্ঞাপন

তানজিম বলছেন, আগ্রাসী হওয়ার কোন নির্দিষ্ট সময় নেই, ‘আসলে যেকোনো মুহূর্তে আগ্রাসী মানসিকতায় যেতে হবে। অ্যাটাক ইজ দ্যা বেস্ট ডিফেন্স। আমরা সবসময় এটা বিশ্বাস করি। আমি নেপালের রোহিতকেও বলেছিলাম এটা সহজ হবে না। আলহামদুলিল্লাহ্‌ ম্যাচ জিতেছি।’

কিংসটনের পিচও বাংলাদেশের পেসারদের সহায়তা করেছে বলেই মানছেন তানজিম, ‘পিচে বাড়তি বাউন্স ছিল। আমাদের বিশ্বাস ছিল এই রানই আমরা ডিফেন্ড করতে পারব। এই ব্যাপারে আমরা আত্মবিশ্বাসী ছিলাম। আসলে আমরা চেয়েছি ভালো জায়গায় বল করে যেতে। আগ্রাসী বিষয়গুলো আসলে সহজাতভাবেই চলে আসে, পরিকল্পনায় থাকে না। নেপালের পেসাররাও উইকেট নিয়েছে। আমরা এটা নিয়েই ইনিংসের আগে কথা বলেছিলাম।’

নেপালের বিপক্ষে দুর্দান্ত এই স্পেলকেই নিজের সেরা স্পেল মানছেন সাকিব, ‘হ্যাঁ আমিও সেটা মনে করি। আমি দারুণ উপভোগ করেছি এখানে। বোলিংটা আসলে প্রচন্ড উপভোগ করছি এই মুহূর্তে।’

বিজ্ঞাপন

 

সারাবাংলা/এফএম

Tags: ,

বিজ্ঞাপন
বিজ্ঞাপন
বিজ্ঞাপন
বিজ্ঞাপন