বিজ্ঞাপন

রসিক মেয়রের বাড়ির সামনে ফুল হাতে নেতা-কর্মীরা

December 22, 2017 | 12:47 pm

সিনিয়র করেসপন্ডেন্ট

বিজ্ঞাপন

রংপুর সিটি করপোরেশনের নব নির্বাচিত মেয়র মোস্তাফিজুর রহমান মোস্তফার বাড়ির সামনে এখন উল্লসিত নেতা-কর্মীদের ভীড় লেগে আছে। ভোরের কুয়াশা ঠেলে ফুল হাতে নেতা-কর্মী-ভক্ত ও এলাকাবাসী জড়ো হয়েছেন তার কলেজ রোডের বাসার সামনে।  তবে বেলা ১২টা পর্যন্ত তাদের সে ফুলেল শুভেচ্ছা এখনো নিতে পারেননি ক্লান্ত মেয়র। পরে মেয়র জানিয়েছেন কান্তির কারণে তিনি ঘুমিয়ে ছিলেন।

জাতীয় পার্টির এই প্রার্থী বিপুল ভোটের ব্যবধানে মেয়র নির্বাচিত হওয়ার পর রংপুর শহরে এখন বইছে আনন্দের বন্যা। অবশ্য নির্বাচনী আচরণ বিধিতে বৈধ না হওয়ায় শহরে কোনো বিজয় মিছিল কিংবা শোভাযাত্রা হয়নি। আগে থেকেই এ বিষয়ে নেতা-কর্মীদের নির্দেশনা দিয়ে রেখেছেন নির্বাচিত রসিকের নতুন মেয়র মোস্তফা।

এদিকে মোস্তফার এমন বিপুল বিজয়ের পর দলটির মাঠ পর্যায়ের নেতা-কর্মীদের পাশাপাশি উল্লসিত দলের সিনিয়র নেতারাও।

বিজ্ঞাপন

জাতীয় পার্টির কো-চেয়ারমান ও সাবেক মন্ত্রী জিএম কাদের বলেছেন, ‘রংপুর সিটিতে তাদের দলীয় প্রার্থীর বিজয়ে তৃণমূলেও উজ্জীবিত তার দল। এর প্রভাব আগামী জাতীয় সংসদ নির্বাচনেও পড়বে।’

সারাবাংলা/এমএস/আইজেকে

বিজ্ঞাপন

বিজ্ঞাপন
বিজ্ঞাপন
বিজ্ঞাপন
বিজ্ঞাপন