বিজ্ঞাপন

‘সিইসি অসহায়, মাঠ পর্যায়ে অভিযোগের পরামর্শ দিয়েছেন’

June 26, 2018 | 2:56 pm

।। সিনিয়র করেসপন্ডেন্ট ।।

বিজ্ঞাপন

ঢাকা: গাজীপুর সিটি করপোরেশন নির্বাচনে দায়িত্বরত মাঠ কর্মকর্তাদের কাছে বিএনপিকে সব ধরনের অনিয়মের অভিযোগ করার পরামর্শ দিয়েছেন প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) কে এম নুরুল হুদা। নির্বাচন কমিশন সচিবালয়ে গাজীপুর সিটি নির্বাচন নিয়ে বিএনপি অভিযোগ জানাতে এলে সিইসি কিছুটা ‘অসহায়ত্ব’ প্রকাশ করে এ পরামর্শ দেন বলে জানিয়েছেন বিএনপির প্রতিনিধি দলের নেতৃত্বে থাকা দলের যুগ্ম মহাসচিব মোয়াজ্জেম হোসেন আলাল।

এ সময় বিএনপি নেতারা বলেন, নির্বাচনকালীন সব প্রশাসন প্রধান নির্বাচন কমিশনারের অধীনে। তিনি ব্যবস্থা নিলে এখনও কিছুটা সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচন হওয়া সম্ভব। তবে শেষ পর্যন্ত মাঠে থাকবে বিএনপি। কারণ, কিভাবে নির্বাচন হচ্ছে, সেটা দেশবাসীকে জানানো দরকার।

মঙ্গলবার (২৬ জুন) দুপুরে বিএনপির যুগ্ম মহাসচিব খন্দকার মোয়াজ্জেম হোসেন আলালের নেতত্বে দুই সদস্যের একটি প্রতিনিধি দল কমিশন সচিবালয়ে যায়। এ সময় সিইসি বিএনপি নেতাকর্মীদের শেষ পর্যন্ত মাঠে থেকে পরিস্থিতি মোকাবিলার পরামর্শও দেন বলেও জানান আলাল।
বিএনপির প্রতিনিধি দল ইসি সচিবালয়ে পৌঁছানোর প্রায় আধা ঘণ্টা পর সিইসি তাদের সাথে দেখা করেন। কমিশন সচিবালয়ের সভাকক্ষে স্বল্প সময়ের জন্য একটি বৈঠকও করেন।

বিজ্ঞাপন

বৈঠক শেষে মোয়াজ্জেম হোসেন আলাল সাংবাদিকদের বলেন, আমরা ২১টি কেন্দ্রে বিএনপির এজেন্টদের বের করে দেওয়াসহ বিভিন্ন অনিয়মের অভিযোগ নিয়ে এসেছিলাম। প্রধান নির্বাচন কমিশনার আমাদের কথা মনোযোগ দিয়ে শুনেছেন, যেমনটা আগেও শুনেছেন। কিন্তু তিনি আমাদেরকে মাঠ পর্যায়ে প্রিজাইডিং ও রির্টানিং কর্মকর্তাদের কাছে অভিযোগ দিতে বলেছেন।

আলাল বলেন, ‘আমরা বলেছি, আপনি প্রধান নির্বাচন কমশিনার। নির্বাচনকালীন প্রশাসন আপনার নিয়ন্ত্রণাধীন। আপনি এখনও ব্যবস্থা নিলে বাকি নির্বাচনটুকু কিছুটা হলেও সুষ্ঠু ও নিরপেক্ষ হওয়ার সম্ভাবনা রয়েছে। কিন্তু তিনি এক ধরনের অসহায়তা প্রকাশ করেন। তিনি মাঠ পর্যায়ের কর্মকর্তাদের হাতে বিষয়টি ছেড়ে দিয়েছেন। আমরা বলেছি, গাজীপুরের পুলিশ সুপার থাকলে নির্বাচন সুষ্ঠু হবে না, উনি এ বিষয়টি স্বরাষ্ট্র মন্ত্রণালয়েও জানাননি।’
মোয়াজ্জেম হোসেন আলাল আরও বলেন, দুপুর ১২টার পর এখনও বিভিন্ন কেন্দ্র দখলের তথ্য আসছে। সেগুলো আমরা সিইসিকে জানিয়েছি। কমিশনের মনিটরিং টিম আছে মাঠ পর্যায়ে, তাদের কাছ থেকে কোনো সহায়তা পাওয়া যাচ্ছে না।’

প্রধান নির্বাচন কমিশনারের আশ্বাসে আশ্বস্ত নন জানিয়ে এই বিএনপি নেতা বলেন, ‘আমরা কোনোভাবেই আশ্বস্ত নই। তবে আমাদের নেতাকর্মীরা শেষ পর্যন্ত মাঠে থাকবে। নির্বাচন কিভাবে হচ্ছে সেটা দেশবাসীকে জানানো দরকার।’

বিজ্ঞাপন

সারাবাংলা/এমএস/জেএ/টিআর

বিজ্ঞাপন
বিজ্ঞাপন
বিজ্ঞাপন
বিজ্ঞাপন