বিজ্ঞাপন

আন্তর্জাতিক মুক্তির দিনেই বাংলাদেশে ‘ভেনম’

October 4, 2018 | 2:58 pm

এন্টারটেইনমেন্ট করেসপন্ডেন্ট ।।

বিজ্ঞাপন

যুক্তরাষ্ট্রসহ বিশ্বের অন্যান্য দেশের সঙ্গে বাংলাদেশেও মুক্তি পাচ্ছে সুপারহিরো ছবি ‘ভেনম’। ৫ অক্টোবর, শুক্রবার স্টার সিনেপ্লেক্সে মুক্তি পাবে মার্ভেল কমিকসের চরিত্র ভেনমকে নিয়ে নির্মিত এ ছবি। এটি পরিচালনা করেছেন রুবেন ফ্লেইশার। অভিনয় করেছেন টম হার্ডি, মিশেল উইলিয়ামস, রিজ আহমেদসহ আরও অনেকে।


আরও পড়ুন :  দেবী’র আনকাট সেন্সর, মুক্তি ১৯ অক্টোবর


হলিউডের নতুন দিনের অন্যতম সফল অভিনেতাদের একজন টম হার্ডি। প্রতিনিয়ত নতুন নতুন চ্যালেঞ্জিং চরিত্রে তার অসাধারণ অভিনয় খুব অল্প দিনেই মন জয় করে নিয়েছে দর্শকদের। গত বছর যখন জানা গেলো, এই টম হার্ডিই সনি পিকচার্সের নতুন ‘ভেনম’ চরিত্রে অভিনয় করবেন তখন থেকেই দর্শকদের অপেক্ষার শুরু।

ভেনমের কথা মনে আছে তো? ছোটবেলায় স্যাম রেইমির স্পাইডারম্যান ট্রিলজিতে যাকে দেখে বাচ্চারা কালো স্পাইডারম্যান বলে সম্বোধন করতো। তিনিই কমিক দুনিয়ায় ভেনম। দু’মাস আগে সিনেমাটির টিজার প্রকাশ পেলেও তাতে দর্শকদের মন একদমই ভরেনি। টিজারে যে একটিবারের জন্যও নতুন ভেনমের লুক প্রকাশ করা হয়নি। তবে দর্শকদের এই অতৃপ্তি ঘুচিয়ে দেয় ছবির ট্রেইলার। প্রকাশের পরপরই ট্রেইলারটি সবার দৃষ্টি আকর্ষণ করে।

বিজ্ঞাপন

‘ভেনম’ রূপে টম হার্ডিকে দেখে মন ভরে যায়। মাত্র ৮ ঘণ্টায় ৫০ লক্ষেরও অধিক ভিউয়ের ট্রেইলারটিই বলে দিচ্ছে, দর্শকদের মন জয় করেছে এই নতুন ভেনম। এর আগে স্যাম রেইমির স্পাইডারম্যান ট্রিলজির শেষ পর্বে ভেনমকে দেখা গেলেও তা দর্শকদের খুব একটা মাতাতে পারেনি।

তবে এবার পরিচালক রুবেন ফ্লিশার সেই ভুল করেননি মোটেও। এডি ব্রক বা ভেনম চরিত্রটিকেই গল্পের মূলে রেখেছেন তিনি। ট্রেইলারেও তার নমুনাই দেখা গেছে। কমিকের মতোই ব্যক্তি এডি ব্রক ও ভেনমের আদর্শিক অন্তর্দ্বন্দ ট্রেইলারেই চমৎকারভাবে ফুটিয়ে তুলেছেন পরিচালক ও  চৌকষ অভিনেতা টম হার্ডি।

বিজ্ঞাপন

সনি পিকচার্সের স্পাইডারম্যান ইউনিভার্সের দ্বিতীয় ছবি ‘ভেনম’। তবে ‘স্পাইডারম্যানঃ হোমকামিং’- এর সাথে ভেনমের গল্প কোথায় গিয়ে মিলবে সে ব্যাপারে এখনো কিছুই জানায়নি সংশ্লিষ্টরা।

সারাবাংলা/পিএ


আরও পড়ুন :

হাতিরঝিল মঞ্চে ‘ওয়াটারনেস’

দীর্ঘ বিরতির পর আবারও মঞ্চে ‌‘গ্যালিলিও’

পুরস্কার নিজের কাছেই রাখছেন প্রকাশ রাজ


আরো দেখুন :

লুবনা মারিয়ামের সাক্ষাৎকার: নাচের মানুষ, কাছের মানুষ

বিজ্ঞাপন

বিজ্ঞাপন
বিজ্ঞাপন
বিজ্ঞাপন
বিজ্ঞাপন