বিজ্ঞাপন

ছাত্রলীগের বিরুদ্ধে ব্যবস্থা নিতে ঢাবি প্রশাসনকে আইনি নোটিশ

July 15, 2018 | 3:32 pm

।। স্টাফ করেসপন্ডেন্ট।।

বিজ্ঞাপন

ঢাকা: কোটা সংস্কারে আন্দোলনরত শিক্ষার্থীদের ওপর হামলার ঘটনায় জড়িত ছাত্রলীগ নেতাদের বিরুদ্ধে বিশ্ববিদ্যালয় প্রশাসন কি ব্যবস্থা নিয়েছে তা জানতে চেয়ে আইনি নোটিশ পাঠানো হয়েছে।

রোববার (১৫ জুলাই) সুপ্রিমকোর্টের ১৩ আইনজীবী ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য, প্রক্টর ও রেজিস্ট্রার বরাবর এ আইনি নোটিশ পাঠান।

বিজ্ঞাপন

এই নোটিশ পাওয়ার ২৪ ঘন্টার মধ্যে জড়িতদের বিরুদ্ধে কি ব্যবস্থা নেওয়া হয়েছে তা না জানালে বিবাদীদের বিরুদ্ধে আইনি ব্যবস্থা নেওয়া হবে বলে জানিয়েছেন নোটিশ পাঠানো আইনজীবী অ্যাডভোকেট জ্যোতির্ময় বড়ুয়া।

আইনজীবী জ্যোতির্ময় বড়ুয়া জানান, কোটা সংস্কার আন্দোলনরত শিক্ষার্থীদের সুরক্ষা এবং তাদের উপর হামলার পরিপ্রেক্ষিতে আইনী ব্যবস্থা নিতে ব্যর্থতার কারণ জানতে এ নোটিশ পাঠানো হয়েছে।

বিজ্ঞাপন

ঢাকা বিশ্ববিদ্যালয়ের চারজন ও রাজশাহী বিশ্ববিদ্যালয়ের একজন শিক্ষার্থীদের পক্ষে এ আইনি নোটিশ পাঠানো হয়েছে বলেও তিনি জানান।

গত ৩০ জুন ও ১ জুলাই কোটা সংস্কার আন্দোলনকারিদের ঠেকাতে শিক্ষার্থীদের হামলা চালায় ছাত্রলীগ। ওই হামলায় তাদের অনেকেই আহত হয়। পরে তাদের বিরুদ্ধে মামলা দিয়ে গ্রেফতার করা হয়।

সারাবাংলা/এজেডকে/জেডএফ

বিজ্ঞাপন

বিজ্ঞাপন
বিজ্ঞাপন
বিজ্ঞাপন
বিজ্ঞাপন