বিজ্ঞাপন

বিয়ে করার মতো বড় হননি পরী!

February 15, 2019 | 6:50 pm

এন্টারটেইনমেন্ট করেসপন্ডেন্ট ।।  

বিজ্ঞাপন

ভালোবাসা দিবসের সন্ধ্যায় দীর্ঘদিনের প্রেমিক তামিম হাসানের সঙ্গে বাগদান করেছেন বাংলা চলচ্চিত্রের জনপ্রিয় নায়িকা পরী মনি। ঘরোয়া এই আয়োজনে উপস্থিত ছিলেন দুজনের পরিবারের সদস্য আর বন্ধুরা। ছিলেন কয়েকজন সাংবাদিকও।

অনামিকায় আংটি পরার পর পরীর কাছে জানতে চাওয়া হয়েছিল, কবে বিয়ের পিঁড়িতে বসছেন দুজনে? জবাবে পরী বলেন, ‘বিয়ের আগে অনেক কিছু করার বাকি। এছাড়া, বিয়ে করার মতো আমি এখনো বড় হইনি। সে জন্য একটু সময় নিতে চাই।’

নিছক মজার ছলে বলা পরীর এই ‘মন্তব্য’ আদৌ ঠিক? উইকিপিডিয়া বলছে, সরকারি হিসাবে বিয়ের বয়স আরও একদশক আগেই পার হয়েছেন পরী। বাংলা চলচ্চিত্রের সবচেয়ে আলোচিত এই নায়িকার বয়স এখন সাতাশ প্রায়। এমনকি ঢাকার চলচ্চিত্রেও পাঁচ বছর পার করে ফেলেছেন তিনি। জমিয়েছেন, বিবিধ অম্ল-মধুর অভিজ্ঞতা!

বিজ্ঞাপন

তাহলে পরী কেন বললেন, বিয়ে করার মতো বড় তিনি এখনো হননি? এমন প্রশ্নের জবাবে ‘স্বপ্নজাল’ খ্যাত এই নায়িকা বলেন, ‘সংসার মানেই দায়িত্ব। আমি মনে করি, হুট করেই কেউ এই দায়িত্বকে নিজের কাঁধে তুলে নিতে পারেন না। এর জন্য প্রস্তুতি দরকার। আমি আসলে এটিই বোঝাতে চেয়েছি।’

পরী আরও বলেন, ‘সংসার করব সেই সিদ্ধান্ত নিয়েছি। সংসারের জুটি হিসেবে সঠিক মানুষকেই পছন্দ করেছি বলে আমার বিশ্বাস। সারাজীবন তার সঙ্গে থাকতে চাই। আর সারাজীবনের এই যাত্রাটা যেন আমাদের জন্য আরও মসৃণ হয় সেজন্যই সময় নেওয়া। তবে সময়টা খুব অল্পই।’

ছোট্ট শহরের মেয়ে শামসুন্নাহার স্মৃতি বাংলা চলচ্চিত্রে প্রবেশ করে হয়ে যান পরী মনি। ২০১২ সাল থেকেই দারুণ পরিচিত এই নায়িকার প্রথম ছবি ‘ভালোবাসা সীমাহীন’। শাহ আলম মন্ডলের পরিচালনায় নির্মিত এই ছবি মুক্তি পায় ২০১৫ সালে। সে বছরই আরও নয়টি সিনেমা মুক্তি পায় তার। এখন পর্যন্ত পরী মনি অভিনীত ছবির সংখ্যা ত্রিশ ছাড়িয়েছে।

বিজ্ঞাপন

ঢাকার সিনেমা পাড়ায় পরীকে নিয়ে বিস্তর আলোচনা হয়। হয় সমালোচনাও। তবে অর্থনৈতিকভাবে পিছিয়েপড়া শিল্পীদের পাশে দাঁড়িয়ে সব সময় প্রশংসিত হয়েছেন এই অভিনেত্রী। এফডিসির নায়িকা খাতায় নাম লেখানোর পর প্রতিবছর দুস্থ শিল্পীদের জন্য কোরবানিও দিচ্ছেন তিনি।

পরী জানান, বিয়ের পরেও জনহিতৈষী এই কাজ চালিয়ে যেতে চান তিনি।

সারাবাংলা/টিএস

বিজ্ঞাপন

Tags: , , ,

বিজ্ঞাপন
বিজ্ঞাপন
বিজ্ঞাপন
বিজ্ঞাপন