বিজ্ঞাপন

‘সিটি নির্বাচন জাতীয় নির্বাচনের রিহার্সেল’

July 29, 2018 | 5:39 pm

।। স্পেশাল করেসপন্ডেন্ট ।।

বিজ্ঞাপন

বরিশাল থেকে: সিটি নির্বাচন জাতীয় নির্বাচনের রিহার্সেল বলে মন্তব্য করেছেন বরিশালের সিটির রিটার্নিং কর্মকর্তা মুজিবর রহমান।

রোববার (২৯ জুলাই) দুপুরে তার কার্যালয়ে সারাবাংলার সঙ্গে আলাপকালে তিনি এই মন্তব্য করেন। মুজিবর রহমান বলেন, সিটি নির্বাচনে যাতে কোনো অপ্রীতিকর ঘটনা না ঘটে সেজন্য আমরা সর্বাত্নক প্রস্তুতি নিয়েছি।

আওয়ামী লীগ প্রার্থী শনিবার পথসভার নামে বিশাল জনসভা করেছেন- এই ঘটনায় কোনো পদক্ষেপ নিবেন কি না জানতে চাইলে তিনি বলেন, হাতপাখা প্রার্থীর আভিযোগের প্রক্ষিতে আমরা আওয়ামী লীগের প্রার্থীকে শোকজ করেছি। আজ (রোববার) সন্ধ্যার মধ্যে জবাব দিতে বলা হয়েছে।

বিজ্ঞাপন

বিএনপি এবং অন্যান্য প্রার্থীরা অভিযোগ করেছেন, পুলিশ তাদের গণগ্রেফতার এবং হয়রানি করছে- এই প্রসঙ্গে তিনি বলেন, সব অভিযোগ সত্য নয়। বিএনপির মাত্র ২০ জনকে গ্রেফতার করেছে পুলিশ। তার মধ্যে তিন জনকে চাঁদাবাজির মামলায় এবং ১ জনকে পুরনো মামলায় গ্রেফতার করা হয়েছে। এজেন্টদের হয়রানির অভিযোগও সবক্ষেত্রে সত্য নয়। অনেক সময় আমাদের চাপে রাখার জন্যও প্রার্থীরা অভিযোগ করেন।

সারাবাংলা/জিএস/এটি

** দ্রুত খবর জানতে ও পেতে সারাবাংলার ফেসবুক পেজে লাইক দিয়ে রাখুন: Sarabangla/Facebook

বিজ্ঞাপন

বিজ্ঞাপন
বিজ্ঞাপন
বিজ্ঞাপন
বিজ্ঞাপন