বিজ্ঞাপন

‘২০৪১ সালের মধ্যে ৬০ হাজার মেগাওয়াট বিদ্যুৎ উৎপাদন হবে’

September 6, 2018 | 12:22 pm

।। সিনিয়র করেসপন্ডেন্ট।।

বিজ্ঞাপন

ঢাকা: প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, ২০৪১ সালের মধ্যে ৬০ হাজার মেগাওয়াট বিদ্যুৎ উৎপাদনের মহাপরিকল্পনা নিয়েছে সরকার। সবাইকে বিদ্যুৎ ব্যবহারে সাশ্রয়ী হওয়ার আহ্বান জানিয়েছেন তিনি।

বৃহস্পতিবার (৬ সেপ্টম্বর) বেলা সাড়ে ১১টার দিকে রাজধানীর ইন্টারন্যাশনাল কনভেনশন সিটি বসুন্ধরায় (আইসিসিবি) বিদ্যুৎ ও জ্বালানি সপ্তাহের উদ্বোধনের সময় প্রধানমন্ত্রী এ কথা বলেন।

সরকার ২০৪১ সালের মধ্যে ৬০ হাজার মেগাওয়াট বিদ্যুৎ উৎপাদনের মহাপরিকল্পনা নিয়েছে বলে জানান প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

বিজ্ঞাপন

প্রধানমন্ত্রী বলেন, জাতির পিতা স্বল্পোন্নত দেশ রেখে গিয়েছিলেন। তারই পদাঙ্ক অনুসরণ করে এখন আমরা উন্নয়নশীল দেশ হিসেবে জাতিসংঘ কর্তৃক স্বীকৃতি পেয়েছি। কাজেই এটাকে ধরে রাখতে হবে। সেই লক্ষ্য নিয়েই আমরা বিভিন্ন পরিকল্পনা নিয়েছি।

২০২১ সালে আমরা বাংলাদেশকে কিভাবে গড়ে তুলবো। ২০৪১ সালে কিভাবে গড়ে তুলবো। এবং পরবর্তীতে শতাব্দীতে বাংলাদেশ কি হবে সেই বদ্বীপ পরিকল্পনা ২১০০ প্রণয়ন করে সেটাকেও এগিয়ে নিয়ে যাওয়া হচ্ছে।  এভাবেই বাংলাদেশের জন্য একটা ভবিষ্যত গড়ে তোলার পদক্ষেপ নিচ্ছি।

টানা মেয়াদের ধারাবাহিকতায় সরকারের পদক্ষেপের কারণে ডিজিটাল সুযোগ-সুবিধাপ্রাপ্তির দিকগুলো তুলে ধরে শেখ হাসিনা বলেন, আমরা দেশকে এগিয়ে নিয়ে যেতে চাই। আমাদের ছেলে-মেয়েরা হবে আধুনিক জ্ঞান সম্পন্ন। সেটাই আমরা চাই। ২০০৮’র নির্বাচনে আমাদের  নির্বাচনী ইশতেহারে আমরা ডিজিটাল বাংলাদেশ গড়ে তোলার ঘোষণা দিয়েছিলাম। আজকের বাংলাদেশ সত্যিকার অর্থে ডিজিটাল বাংলাদেশ হয়েছে।

বিজ্ঞাপন

শেখ হাসিনা বলেন, আমাদের এই ছোট শিশু কিশোর ছেলেমেয়ে তাদের জন্য আমরা চাই, একটা সুন্দর ভবিষ্যত গড়ে তুলতে। যেন তারা তাদের জীবনকে সার্থক করতে পারে। সুন্দর করতে পারে এবং উন্নত করতে পারে। বিশ্বের সাথে তাল মিলিয়ে চলতে পারে। বিশ্বের সাথে যেকোনো ক্ষেত্রে প্রতিযোগিতায় তারা যেন সবসময় তাদের প্রাধান্য ধরে রাখতে পারে।

সারাবাংলা/এনআর/এমএইচ

বিজ্ঞাপন

বিজ্ঞাপন
বিজ্ঞাপন
বিজ্ঞাপন
বিজ্ঞাপন