বিজ্ঞাপন

৭০ বছরে আওয়ামী লীগ

June 22, 2018 | 10:03 pm

।। সিনিয়র করেসপন্ডেন্ট।।

বিজ্ঞাপন

ঢাকা: বাংলাদেশ আওয়ামী লীগের ৬৯তম প্রতিষ্ঠাবার্ষিকী শনিবার ২৩ জুন। ১৯৪৯ সালের এদিনে পুরনো ঢাকার ঐতিহ্যবাহী রোজ গার্ডেনে প্রতিষ্ঠিত দলটি বাংলাদেশের স্বাধীন সংগ্রাম অভ্যুদয়ের আন্দোলনে নেতৃত্বদান করে ৬৯ বছর শেষ করে ৭০ বছরে পা দিলো।

আওয়ামী মুসলিম লীগ নামে যাত্রা শুরু করলেও দলটি অসাম্প্রদায়িক চেতনায় ১৯৫৫ সালে কাউন্সিলে ‘মুসলিম’ শব্দটি বাদ দেয়। নতুন নাম হয় ‘পূর্ব পাকিস্তান আওয়ামী লীগ।’ স্বাধীনতার পর ‘বাংলাদেশ আওয়ামী লীগ’ নাম নেয় দলটি।

বিজ্ঞাপন

এবার ৭০ বছরে পা দেওয়া দলটি প্রতিষ্ঠাবার্ষিকীর নতুনমাত্রায় উদযাপন করবে। শনিবার (২৩ জুন) সকাল ১০টায় বঙ্গবন্ধু এভিনিউয়ে দশ তলাবিশিষ্ট ভবনের উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী এবং আওয়ামী লীগ সভাপতি শেখ হাসিনা।

প্রতিষ্ঠাকালে মাওলানা আবদুল হামিদ খান ভাসানী দলটির সভাপতি, শামসুল হক সাধারণ সম্পাদক এবং কারাবন্দি শেখ মুজিবুর রহমান যুগ্ম সম্পাদক নির্বাচিত হন। প্রতিষ্ঠার পর থেকে ৫২-এর ভাষা আন্দোলন, ৫৪-এর নির্বাচন, আইয়ুব খানের সামরিক শাসনবিরোধী আন্দোলন, ৬৬-এর ছয় দফা আন্দোলন, ৬৯-এর গণ-অভ্যুত্থান ও ৭১-এর মুক্তিযুদ্ধে দলটি নেতৃত্ব দেয়।

বিজ্ঞাপন

১৯৭৫ সালের ১৫ আগস্ট জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে সপরিবারে হত্যা করা হয়। ৩ নভেম্বর ঢাকা কেন্দ্রীয় কারাগারে হত্যা করা হয় জাতীয় চার নেতাকে।

১৯৮১ সালে দেশে ফিরে আওয়ামী লীগের হাল ধরেন শেখ হাসিনা। বিভিন্ন আন্দোলন-সংগ্রামে নেতৃত্ব দেওয়া দলটি ১৯৯৬ সালের সংসদ নির্বাচনে বিজয়ী হয়ে ক্ষমতায় ফিরে আসে। এরপর আবার ক্ষমতায় আসে ২০০৮ সালের নির্বাচনে জয়ী হয়। এরপর টানা দ্বিতীয় বারের মতো ২০১৪ সালের নির্বাচনের পর সরকার গঠন করে।

আগামী একাদশ জাতীয় নির্বাচনের কয়েক মাস আগে ৬৯তম প্রতিষ্ঠাবার্ষিকী এবার নতুন মাত্রা নিয়ে উদযাপন করছে দলটি। এ লক্ষ্যে গণভবনে বিশেষ প্রতিনিধি সভাও আহ্বান করেছে দলটি। সভায় বিশেষ বার্তা দেবেন দলীয় প্রধান শেখ হাসিনা। এছাড়াও ১০তলা বিশিষ্ট দৃষ্টিনন্দন আধুনিক নতুন ভবন উপহার প্রাপ্তিও প্রতিষ্ঠাবার্ষিকীর তাৎপর্যে যোগ করছে নতুন মাত্রা।

বিজ্ঞাপন

দলের প্রেস বিজ্ঞপ্তিতে প্রতিষ্ঠাবার্ষিকীর কর্মসূচির মধ্যে সকাল ৯টায় ধানমণ্ডি-৩২ নম্বরে বঙ্গবন্ধু ভবন প্রাঙ্গণে পুষ্পার্ঘ্য নিবেদন, সকাল ১০টায় ২৩ বঙ্গবন্ধু এভিনিউ কেন্দ্রীয় কার্যালয়ের সামনে জাতীয় ও দলীয় পতাকা উত্তোলন এবং সংগঠনের নবনির্মিত কার্যালয় ভবন উদ্বোধন।

একইদিন সকাল ১১টায় প্রধানমন্ত্রী শেখ হাসিনার সরকারি বাসভবন গণভবনে বাংলাদেশ আওয়ামী লীগের এক বিশেষ বর্ধিত সভা অনুষ্ঠিত হবে।

সভায় সভাপতিত্ব করবেন আওয়ামী লীগের সভানেত্রী শেখ হাসিনা। দলের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের প্রতিষ্ঠা বার্ষিকী কর্মসূচি পালনের জন্য আওয়ামী লীগ, সহযোগী ও ভ্রাতৃপ্রতিম সংগঠনের সকল জেলা, উপজেলাসহ সকল স্তরের নেতা-কর্মী, সমর্থকদের প্রতি আহ্বান জানিয়েছেন।

সারাবাংলা/এনআর/একে

আরও পড়ুন…

প্রতিষ্ঠাবার্ষিকীতে নতুন ভবন পাচ্ছে আওয়ামী লীগ
আওয়ামী লীগ ক্ষমতায় আছে বলেই দেশের উন্নয়ন হচ্ছে

বিজ্ঞাপন
বিজ্ঞাপন
বিজ্ঞাপন
বিজ্ঞাপন