বিজ্ঞাপন

আবারও বিশ্বযুদ্ধের সিনেমায় হ্যাঙ্কস

July 7, 2018 | 7:59 pm

এন্টারটেইনমেন্ট ডেস্ক ।।

বিজ্ঞাপন

খ্যাতিমান ঔপন্যাসিক সি এস ফরেস্টারের ‌‘দ্য গুড শেফার্ড’ উপন্যাস থেকে সিনেমা বানাচ্ছে সনি পিকচার এন্টারটেইনমেন্ট। সিনেমার নাম ‘গ্রেহাউন্ড’, গল্পের বিস্তৃতি দ্বিতীয় বিশ্বযুদ্ধ। ছবিটি নিয়ে হলিউডে ইতোমধ্যেই শুরু হয়েছে বিস্তর আলোচনা, কারণ এর প্রধান চরিত্রে অভিনয় করছেন দুইবারের অস্কার জয়ী তারকা অভিনেতা টম হ্যাঙ্কস।

এর আগে স্টিভেন স্পিলবার্গের ‘সেভিং প্রাইভেট রায়ান’ নামের আরও একটি কালজয়ী ওয়ারমুভিতে অভিনয় করেছিলেন হ্যাঙ্কস। ক্যাপ্টেন মিলার চরিত্রে অভিনয় করে সেবারও অস্কারে মনোনয়ন পেয়েছিলেন তিনি। তবে এবারের সিনেমাটি নির্মিত হচ্ছে উত্তর আটলান্টিকে ঘটে যাওয়া একটি নৌযুদ্ধের উপর ভিত্তি করে। ‘গ্রেহাউন্ড’ ছবিতে হ্যাঙ্কস হবেন সেই যুদ্ধের নাবিক, তার চরিত্রটির নাম ক্যাপ্টেন আর্নেস্ট ক্রুস।

অভিনয়ের পাশাপাশি ‘গ্রেহাউন্ড’ ছবিটিতে সহযোগী প্রযোজক হিসেবেও আছেন হ্যাঙ্কস। ছবিটি পরিচালনা করছেন অ্যারন স্নেইডার। এতে অভিনয় করছেন এলিজাবেথ শোয়ে, রব মরগান ও স্টিফেন গ্রাহাম। ‘গ্রেহাউন্ড’ মুক্তি পাবে ২০১৯ সালের ২২ মার্চ।

বিজ্ঞাপন

সারাবাংলা/টিএস

বিজ্ঞাপন
বিজ্ঞাপন
বিজ্ঞাপন
বিজ্ঞাপন