বিজ্ঞাপন

ইংল্যান্ড হারাল সুইডেনকে, বেকহাম হারাল ইব্রাকে

July 8, 2018 | 11:41 am

।। স্পোর্টস ডেস্ক ।।

বিজ্ঞাপন

সামারা অ্যারেনায় শনিবার (৭ জুলাই) শেষ আটের লড়াইয়ে সুইডেনকে হারিয়ে সেমিতে চলে গেছে ইংল্যান্ড। আর তাতেই ইংল্যান্ডের সাবেক অধিনায়ক ডেভিড বেকহামের কাছে বাজিতে হেরে বসলেন সুইডিশ তারকা জ্লাতান ইব্রাহিমোভিচ।

সুইডেনের রেকর্ড গোলদাতা ইব্রা, আর অন্যদিকে ইংল্যান্ড ফুটবলের অন্যতম সেরা একজন ছিলেন বেকহাম। দুজনই একসঙ্গে ক্লাবে খেলেছেন প্যারিস সেইন্ট জার্মেইয়ের (পিএসজি) হয়ে। তাই দু’জনের বোঝাপড়াও আছে বেশ। তবে এই ম্যাচে বাজিটা অবশ্য আগেই ধরেছিলেন ইব্রা।

শুরুতে সামাজিক যোগাযোগ মাধ্যম ইনস্টাগ্রামে বেকহামকে উদ্দেশ্য করে ইব্রা লেখেন, ‘শোনো ডেভিড। যদি ইংল্যান্ড এই ম্যাচে জয় পায়, তাহলে তুমি বিশ্বের যেখানে চাও সেখানেই তোমাকে ডিনার করাবো। আর যদি সুইডেন জয় পায়, তাহলে ইকেয়া থেকে (সুইডিশ ফার্নিচার কোম্পানি) আমি যা চাইবো সেটাই কিনে দিতে হবে। রাজি?’

বিজ্ঞাপন

এরপর বেকহামও একটি পোস্টে লেখেন, ‘যদি সুইডেন জয় পায়, তাহলে ইকেয়া থেকে তোমার যা প্রয়োজন হবে, তাই কিনে দেবো। তবে, ইংল্যান্ড জিতে গেলে আমি চাইবো, ওয়েম্বলিতে এসে ইংল্যান্ডের জার্সি গায়ে ইংল্যান্ডের ম্যাচ দেখতে আসবে। আর ম্যাচের বিরতিতে মাছ ও চিপস খাবে।’

ইংল্যান্ডের কাছে শেষমেশ ২-০ গোলে হারতে হয়েছিল সুইডিশদের। আর তাতেই বেকহামের কাছে হারতে হয়েছে ইব্রাকে। বাজিতে হেরে যাওয়ায় এবার ওয়েম্বলিতে এসে ইংল্যান্ডের জার্সি গায়ে ইংল্যান্ডের ম্যাচ দেখতে হবে সুইডিশ তারকাকে।’

ম্যাচ শেষে অবশ্য টুইটারে এক পোস্ট করে সুইডেন ফুটবল দলকে অভিনন্দন জানিয়েছেন ইব্রা। খেলোয়াড় ও কোচের একটি ছবি পোস্ট করে সেখানে তিনি লেখেন, ‘সুইডেনের প্রত্যেক খেলোয়াড়রাই দেশের কাছ থেকে গোল্ডের বল পাওয়ার যোগ্য। ওরা যা করেছে, সেটা সারাজীবন মনে রাখার মতোই।’

বিজ্ঞাপন

খেলোয়াড়দের উদ্দেশ্য করে সেখানে ইব্রা লেখেন, ‘তোমরা যা দেখিয়েছ, সেজন্য তোমাদেরকে ধন্যবাদ।’

 

সারাবাংলা/এসএন

 

বিজ্ঞাপন

পড়ুন: সুইডিশদের হারিয়ে শেষ চারে ইংল্যান্ড

বিজ্ঞাপন
বিজ্ঞাপন
বিজ্ঞাপন
বিজ্ঞাপন