বিজ্ঞাপন

রোদ বলেছে বৃষ্টি গেছে, বৃষ্টি বলে ‘টুকি’

July 30, 2018 | 11:02 am

।। মাকসুদা আজীজ, অ্যাসিস্ট্যান্ট এডিটর ।।

বিজ্ঞাপন

শ্রাবণের আজ ১৫ তারিখ। বৃষ্টি বাদল দুদিন হলো একটু কম। তবে শ্রাবণ মাস বলে কথা। বৃষ্টি তো যে কোনও সময় আসতে পারে। এই রোদকে সে থোরাই গোনায় ধরে?

কিউমুলিম্বাস মেঘ আকাশ থেকে কিছুটা দূরে গিয়েছে ওমনি সূর্য উঠে দুনিয়া ভাজা ভাজা করে দিচ্ছে।  আমি বলি কি, ভাজুক, স্যাঁতস্যাঁতে আবহাওয়ায় একদম অস্থির অবস্থা। ওদিকে আকাশে কিউমুলোনিম্বাস মেঘ না থাকলে কী হবে? আকাশ কিন্তু খালি নেই, মাঘ আছে, কম বেশি কালো মেঘও আছে আর বাংলাদেশের উপর মৌসুমি বায়ু খুব সক্রিয়।  আকাশে তাই মেঘের একদম হাউজফুল।

বাতাসের আর্দ্রতা ৬০-৭০ শতাংশের ধারে কাছে ঘোরাফেরা করবে। গরম তো আছেই! বাপরে বাপ সর্বোচ্চ ৩৪ ডিগ্রি সেলসিয়াস। মেঘের এমন প্রাচুর্যে দিনে ঘাম তো হবেই। ঘাম মোছার জন্য রুমাল আর খাওয়ার জন্য অনেক পানি সঙ্গে থাকতে হবে। বাস সব ঠিকঠাক। রোদে এখন পথঘাট শুকিয়ে গেলেই আনন্দ।

বিজ্ঞাপন

আবহাওয়ার পূর্বাভাস অবশ্য বলছে বেশি খুশি হওয়ার কিছু নেই। সাধারণ মেঘের ফাঁকে ফোকড়ে কালো মেঘ লুকিয়ে আছে। এই মেঘ যে কোনো সময় বর্ষণ ঘটাবে। ছাতা নিয়ে তৈরি থাকতে হবে।

শুভ কাটুক দিনটি।

সারাবাংলা/এমএ

বিজ্ঞাপন

Tags:

বিজ্ঞাপন
বিজ্ঞাপন
বিজ্ঞাপন
বিজ্ঞাপন