বিজ্ঞাপন

শুরুটা ভালো চাইছেন মাশরাফি

September 6, 2018 | 2:16 pm

।। স্পোর্টস করেসপন্ডেন্ট ।।

বিজ্ঞাপন

গতবার ফাইনালে ভারতের বিপক্ষে হেরেছিল বাংলাদেশ। এশিয়া কাপের এবারের আসরে শিরোপা জেতার জন্যই মাঠে নামবে টাইগাররা। বৃহস্পতিবার (৬ সেপ্টেম্বর) এশিয়া কাপের প্রস্ততি নিয়ে আনুষ্ঠানিক সংবাদ সম্মেলনে এমন কথা বলেন বাংলাদেশ দলের অধিনায়ক মাশরাফি বিন মর্তুজা। তবে এর জন্য শুরুটা ভালো চান টাইগার অধিনায়ক।

আগামী রোববার বাংলাদেশ এশিয়া কাপ খেলতে সংযুক্ত আরব আমিরাতে উড়াল দেবে। এরই মধ্যে স্কোয়াড ঘোষণা হয়ে গেছে, নিজেদের ঝালিয়ে নিচ্ছে ক্রিকেটাররা। আগামী ১৫ সেপ্টেম্বর দুবাইয়ে শ্রীলঙ্কার বিপক্ষে ম্যাচ দিয়ে শুরু হবে বাংলাদেশের এশিয়া কাপ মিশন। গ্রুপপর্বে বাংলাদেশের অপর প্রতিপক্ষ আফগানিস্তান।

শ্রীলঙ্কার বিপক্ষে প্রথম ম্যাচকে পাখির চোখ করেছেন মাশরাফি। তিনি জানালেন, যে কোনো ইভেন্টেই প্রথম ম্যাচটা গুরুত্বপূর্ণ। আমরা এশিয়া কাপে কেমন করব, সেটা নির্ভর করবে শ্রীলঙ্কার বিপক্ষে ম্যাচের পারফরম্যান্স। ওদের বিপক্ষে আমরা যদি ম্যাচটা জিততে পারি, তাহলে আমরা শুরুতেই আত্মবিশ্বাস পেয়ে যাব। কারণ, আমাদের আত্মবিশ্বাস এখন অনেক উঁচুতে। আমাদের সামর্থ্য আছে ভালো খেলার। প্রথম ম্যাচটা জিতলে সম্ভাবনা আছে অনেক দূর যাওয়ার।

বিজ্ঞাপন

দেশের সেরা অস্ত্র নিয়েই এবার এশিয়ার মিশনে যাচ্ছে বাংলাদেশ। টাইগার অধিনায়ক যোগ করেন, আমাদের স্কোয়াডে অনেক ভালোমানের ক্রিকেটার আছে, যারা প্রত্যেকেই ম্যাচ উইনার। তাদের মধ্যে আত্মবিশ্বাস আছে। তারপরও প্রত্যেকটা টিমেরই দুর্বলতা আছে, আমাদেরও আছে। কিন্তু আমরা অবশ্যই সেটা কাটিয়ে উঠার চেষ্টা করছি। সাম্প্রতিক সময়ে আমরা ওয়ানডে বলেন আর টি-টোয়েন্টি বলেন, অনেক ম্যাচ জিতেছি, সিরিজ জিতেছি। দলের সবাই ভালো টাচে আছে। তারা আমাদের প্রথম ম্যাচে ভালো খেলতে সহায়তা করবে ইনশাআল্লাহ। আর প্রথম ম্যাচটা ভালো করলে পুরো টুর্নামেন্টে ভালো করার সম্ভাবনা আছে।

সারাবাংলা/এমআরপি

বিজ্ঞাপন

বিজ্ঞাপন
বিজ্ঞাপন
বিজ্ঞাপন
বিজ্ঞাপন