বিজ্ঞাপন

বিকল্প ভেন্যু হিসেবে নয়াপল্টন চায় বিএনপি

January 3, 2018 | 4:50 pm

স্পেশাল করেসপন্ডেন্ট

বিজ্ঞাপন

সোহরাওয়ার্দী উদ্যানে অনুমতি না পেয়ে বিকল্প ভেন্যু হিসেবে নয়াপল্টনে দলের কেন্দ্রীয় কার্যালয়ের সামনে সমাবেশ করার অনুমতি চেয়েছে বিএনপি। এ ব্যাপারে ঢাকা দক্ষিণ সিটি করপোরেশন (ডিএসসিসি) ও পুলিশকে চিঠি দিয়েছে তারা।

বুধবার বিকেলে নয়াপল্টনে দলটির কেন্দ্রীয় কার্যালয়ে আয়োজিত সংবাদ সম্মেলনে বিএনপির জ্যেষ্ঠ যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী এ তথ্য জানান।

তিনি বলেন, ‘‘৫ জানুয়ারি ‘গণতন্ত্র হত্যা’ দিবস উপলক্ষে সমাবেশ করার জন্য সোহরাওয়ার্দী উদ্যান চেয়ে গণপূর্ত বিভাগকে চিঠি দিয়েছিলাম। কিন্তু অনেক আগেই নাকি ‘অখ্যাত’ একটা রাজনৈতিক দলকে একই তারিখে সমাবেশ করার অনুমতি দিয়েছে কর্তৃপক্ষ।’’

বিজ্ঞাপন

‘আমরা সমাবেশ করতে চাই। সোহরাওয়ার্দী উদ্যানে যদি আমাদের সমাবেশ করার অনুমতি দেওয়া না হয়, তাহলে নয়াপল্টন দলের কেন্দ্রীয় কার্যালয়ের সামনে আমরা সমাবেশ করব। অনুমতি চেয়ে এরইমধ্যে আমরা সিটি করপোরেশন ও পুলিশকে চিঠি দিয়েছি। আশা করব সরকার আমাদেরকে সমাবেশ করার সুযোগ করে দেবে’- বলেন রুহুল কবির রিজভী।

তিনি বলেন, ‘৫ জানুয়ারি নিয়ে সরকারের একটা গভীর নীল নকশা আছে, তামাসা আছে। সেই তামাসারই প্রতিফলন দেখতে পেলাম বিএনপির মতো একটা বৃহৎ রাজনৈতিক দলের আবেদনকে পাশ কাটিয়ে একটা অখ্যাত, নামসর্বস্ব দলকে তারা সোহরাওয়ার্দী উদ্যানে সমাবেশ করার অনুমোদন দিয়েছে। এটি সরকারের হিংসাপরায়ণ নীতির প্রতিফলন।’

রিজভী বলেন, ‘সভা-সমাবেশ করা রাজনৈতিক দলগুলোর গণতান্ত্রিক অধিকার। বর্তমান ভোটারবিহীন সরকার জোর করে ক্ষমতায় বসার পরে বিএনপিসহ বিরোধীদলগুলোর গণতান্ত্রিক অধিকার হরণ করে নিয়েছে। শুধু তাই নয়, বিরোধী মতের মানুষ সরকারের নানাবিধ আক্রমণের শিকার হচ্ছে।’

বিজ্ঞাপন

সংবাদ সম্মেলনে অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা আবদুস সালাম, আবুল খায়ের ভূঁইয়া, বিএনপির তথ্য বিষয়ক সম্পাদক আজিজুল বারী হেলালসহ আরো অনেকে।

সারাবাংলা/এজেড/এটি

বিজ্ঞাপন
বিজ্ঞাপন
বিজ্ঞাপন
বিজ্ঞাপন