বিজ্ঞাপন

এবার জাপার সংলাপের চিঠি প্রধানমন্ত্রীর কার্যালয়ে

October 31, 2018 | 12:14 pm

।। স্পেশাল করেসপন্ডেন্ট ।।

বিজ্ঞাপন

ঢাকা : আসন্ন একাদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে অন্যান্য রাজনৈতিক জোট ও দলগুলোর মতো প্রধানমন্ত্রীর সঙ্গে সংলাপ চায় জাতীয় পার্টিও।

এ লক্ষ্যে দলের চেয়ারম্যান হুসেইন মুহম্মদ এরশাদের সই করা একটি চিঠি নিয়ে বুধবার (৩১ অক্টোবর) দুপুরে প্রধানমন্ত্রীর কার্যালয়ে গেছেন জাতীয় পার্টির প্রেসিডিয়াম সদস্য ও চেয়ারম্যানের প্রেস সেক্রেটারি সুনীল শুভ রায়।

সুনীল শুভ রায় নিজেই বুধবার দুপুরে সারাবাংলাকে এ তথ্য নিশ্চিত করেছেন।

বিজ্ঞাপন

জাতীয় পার্টির এই নেতা বলেন, নির্বাচনের সার্বিক বিষয় নিয়ে আলোচনা করতেই প্রধানমন্ত্রীর সঙ্গে সংলাপ করতে চান তারা। নির্বাচন বিষয়ে তাদের যেসব মতামত আছে সেগুলো জানাতেই জাতীয় পার্টি সংলাপে আগ্রহী।

এর আগে, সিপিবিসহ বাম গণতান্ত্রিক জোটও সংলাপের আগ্রহ প্রকাশ করে। যদিও তারা নিজেরা কোনো আনুষ্ঠানিক চিঠি দেবে না বলে জোটের নেতারা জানিয়েছেন।

এছাড়া, চলমান রাজনৈতিক ইস্যু নিয়ে প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে সংলাপে বসতে আগামীকাল বৃহস্পতিবার (১ নভেম্বর) গণভবনে যাবেন বিএনপির পাঁচ নেতাসহ জাতীয় ঐক্যফ্রন্টের ১৬ জনের একটি প্রতিনিধি দল। জাতীয় ঐক্যফ্রন্টের সঙ্গে সংলাপে বসার পরদিনই প্রধানমন্ত্রী শেখ হাসিনা বিকল্পধারা বাংলাদেশের সঙ্গে সংলাপে বসবেন। এজন্য বিকল্পধারার সভাপতি ডা. বদরুদ্দোজা চৌধুরীকে ‘আমন্ত্রণপত্র’ও পাঠিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

বিজ্ঞাপন

আরো পড়ুন-

সংলাপে ১৬ সদস্য, নেতৃত্বে ড. কামাল, বিএনপির ৫

সাংবিধানিক প্রক্রিয়ার বাইরে আলোচনায় আগ্রহী নয় আওয়ামী লীগ

দাওয়াত পেলেন বি. চৌধুরী, প্রধানমন্ত্রীর সঙ্গে সংলাপ ২ নভেম্বর

বিজ্ঞাপন

সারাবাংলা/এএইচএইচ/এসএমএন

Tags: , ,

বিজ্ঞাপন
বিজ্ঞাপন
বিজ্ঞাপন
বিজ্ঞাপন