বিজ্ঞাপন

কোহলিকে থামাতে হ্যাজলউডের পরিকল্পনা

December 4, 2018 | 2:31 pm

স্পোর্টস ডেস্ক ।।

বিজ্ঞাপন

ভারতের বিপক্ষে চার ম্যাচ টেস্ট, তিনটি ওয়ানডে ও তিন ম্যাচ টি-টোয়েন্টি সিরিজ খেলবে অস্ট্রেলিয়া। এই সিরিজের ভারতীয় অধিনায়ক বিরাট কোহলিকে থামাতে পারলেই সফরকারী দলকে চাপে ফেলতে পারবে অজিরা, এমন ধারণা করছেন অস্ট্রেলিয়ার সহ-অধিনায়ক জশ হ্যাজলউড।

অস্ট্রেলিয়ার বিপক্ষে আগের সিরিজে ব্যাট হাতে চারটি সেঞ্চুরিসহ ৬৯২ রান করেন কোহলি। ৬ ডিসেম্বর (বৃহস্পতিবার) টেস্ট ম্যাচ দিয়েই শুরু হবে এবারের সিরিজ। এই সিরিজে কোহলিকে থামাতে নানা পরিকল্পনা করছে অজি খেলোয়াড়রা। অজি পেসার হ্যাজলউডও কোহলিকে চাপে ফেলার পরিকল্পনাই করছেন।

তবে দেশের মতো বিদেশের মাটিতেও ব্যাট হাতে কোহলি যে কোনো কিছুই করে ফেলতে পারেন বলে মন্তব্য করেছেন হ্যাজলউড, ‘আমার মনে হয় ভারতের লাইনআপ এখন বিশ্বের সেরা। কিন্তু সেটা বিরাটের ওপর অনেকটাই নির্ভরশীল। ঘরের মাঠে ভারত অনেক ম্যাচ খেলেছে। দক্ষিণ আফ্রিকা ও ইংল্যান্ডে গিয়েও সিরিজ খেলেছে, যেখানে বিরাট অনেক রান পেয়েছে কিন্তু অনেকেই কিছু করতে পারেনি।’

বিজ্ঞাপন

এবার কোহলিকে নিয়েই কয়েকটি পরিকল্পনা করার কথা নিজের সতীর্থদেরকে বললেন হ্যাজলউড। অজি এই পেসার বলেন, ‘আমি মনে করি আমাদেরকে অবশ্যই ম্যাচের আগে পরিকল্পনার ছক আঁকতে হবে। আমাদেরকে অবশ্যই কয়েকটি অপশন রাখতে হবে। একাধিক কৌশল দরকার। পরিস্থিতি অনুযায়ী যে কৌশল কাজে লাগানো দরকার, সেটাই করতে হবে।’

তবে কোহলিকে কৌশলের মধ্যে আঁটকে রাখা যে সম্ভব না, সেটাও মনে করিয়ে দিলেন হ্যাজলউড, ‘যে কোনো অবস্থাতেই বিরাট নিজের সেরাটা নিয়ে আসতে পারে। তবে মাঠের পরিকল্পনা করবে মাঠের বোলার ও ফিল্ডাররাই। আমি তো বল করার সময় চুপচাপই থাকি।’

৬ ডিসেম্বর (বৃহস্পতিবার) শুরু হবে চার ম্যাচ টেস্ট সিরিজের প্রথম টেস্ট। বাংলাদেশ সময় সকাল ৬টায় শুরু হবে ম্যাচটি।

বিজ্ঞাপন

সারাবাংলা/এসএন

Tags: , ,

বিজ্ঞাপন
বিজ্ঞাপন
বিজ্ঞাপন
বিজ্ঞাপন