বিজ্ঞাপন

স্বাধীনতার প্রকৃত ইতিহাস জানতে গবেষণার আহ্বান রাষ্ট্রপতির

January 28, 2019 | 10:19 pm

।। সারাবাংলা ডেস্ক ।।

বিজ্ঞাপন

দেশের সবাইকে স্বাধীনতার প্রকৃত ইতিহাস জানাতে লেখক, গবেষক, সাংবাদিক ও বুদ্ধিজীবীদের মুক্তিযুদ্ধ নিয়ে গবেষণা করার আহ্বান জানিয়েছেন রাষ্ট্রপতি আব্দুল হামিদ।

সোমবার (২৮ জানুয়ারি) বঙ্গভবনের দরবার হলে রাষ্ট্রপতির সামরিক সচিব মেজর জেনারেল মো. সারোয়ার হোসেন লিখিত ‘১৯৭১: প্রতিরোধ সংগ্রাম বিজয়’ বইয়ের প্রকাশনা অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে এ আহ্বান জানান তিনি।

রাষ্ট্রপতি বলেন, ‘নতুন প্রজন্ম যেন মুক্তিযুদ্ধের প্রকৃত ইতিহাস জানতে পারে, তা নিশ্চিত করা আমাদের পবিত্র কর্তব্য। আমি আশা করব, লেখক, গবেষক, সাংবাদিক ও বুদ্ধিজীবীরা স্বাধীনতার ইতিহাস নিয়ে তাদের প্রকৃত গবেষণা চালিয়ে যাবেন, যা দেশের বর্তমান ও ভবিষ্যৎ প্রজন্মকে স্বাধীনতার প্রকৃত ইতিহাস জানাতে সহায়ক হবে।’

বিজ্ঞাপন

রাষ্ট্রপতি আরও বলেন, ‘মুক্তিযুদ্ধবিরোধী শক্তি সুযোগ পেলেই বিভিন্ন সময়ে মুক্তিযুদ্ধ ও স্বাধীনতা সংগ্রামের ইতিহাস বিকৃতির চেষ্টা করেছে। ষড়যন্ত্রকারীরা অল্প সময়ের জন্য সফল হলেও শেষ পর্যন্ত তারা অবধারিতভাবে পরাজয় বরণ করেছে। কারণ ইতিহাস তার আপন গতিতে চলে। মুক্তিযুদ্ধের প্রকৃত ইতিহাসের যে সিকি ভাগ বিকৃত হয়েছে, তা ইতিহাসের আস্তাকুঁড়ে নিক্ষিপ্ত হবে।’

‘১৯৭১: প্রতিরোধ সংগ্রাম বিজয়’ গ্রন্থটিকে অন্যতম গবেষণাকর্ম উল্লেখ করে রাষ্ট্রপতি বলেন, মুক্তিযুদ্ধ ও স্বাধীনতা সংগ্রাম নিয়ে অনেক বই থাকলেও খুব অল্পসংখ্যক বই গবেষণামূলক। অনেক বই শুধুমাত্র সুনির্দিষ্ট এলাকাভিত্তিক অভিযানের ঘটনা নিয়ে। কিন্তু মুক্তিযুদ্ধ দেশের বিভিন্ন অংশে সংগঠিত হয় এবং এর অনেক স্মৃতিময় ইতিহাস রয়েছে।

বিজ্ঞাপন

আবদুল হামিদ বলেন, ‘ মুক্তিযুদ্ধে বহু চাক্ষুস প্রমাণ ও মুক্তিযোদ্ধার সংখ্যা দ্রুত কমে যাচ্ছে। এমনও হতে পারে যে ১০ বা ২০ বছর পরে আর কেউ জীবিত থাকবেন না। কিন্তু মুক্তিযুদ্ধে তাদের অবদান, তাদের বীরত্ব ও উজ্জলতা চিরন্তন এবং তা কখনোই অস্পষ্ট হবে না।’

অনুষ্ঠানে আরও বক্তব্য রাখেন জাতীয় অধ্যাপক ইমেরিটাস ড. আনিসুজ্জামান, ঢাকা বিশ্ববিদ্যালয়ের সাবেক উপাচার্য অধ্যাপক ড. এ কে আজাদ চৌধুরী, অধ্যাপক সৈয়দ মনজুরুল ইসলাম, অধ্যাপক মোহাম্মদ জাফর ইকবাল ও বইয়ের লেখক মো. সারোয়ার হোসেন।

সারাবাংলা/এসবি/আরএ

বিজ্ঞাপন

Tags: , ,

বিজ্ঞাপন
বিজ্ঞাপন
বিজ্ঞাপন
বিজ্ঞাপন