বিজ্ঞাপন

কাদেরের শারীরিক অবস্থা উন্নতির দিকে: হানিফ

March 4, 2019 | 11:52 am

।। স্টাফ ক‌রেসপ‌ন্ডেন্ট।।

বিজ্ঞাপন

ঢাকা: আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদেরের শারীরিক অবস্থা ধীরে ধীরে উন্নতির দিকে যাচ্ছে ব‌লে জানি‌য়ে‌ছেন দলের যুগ্ম সাধারণ সম্পাদক মাহবুবুল আলম হা‌নিফ। ‌

সোমবার (৪ মার্চ) বেলা সাড়ে ১১টার দিকে ওবায়দুল কা‌দেরের শা‌রীরিক অবস্থা নিয়ে ডাক্তা‌রের সা‌থে কথা বলা শে‌ষে সাংবা‌দিক‌দের প্রশ্নের জবাবে এ তথ্য জানান তিনি।

সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে হানিফ ব‌লেন, ‘রোগী এখন আগের থেকে অনেক ভালো অবস্থানে আছে। আমি ডাক্তারের সাথে কথা বলেছি আশা করি রোগী দ্রুত সুস্থ হয়ে উঠবে।’

বিজ্ঞাপন

সিঙ্গাপুর নেওয়া হ‌বে কিনা এমন প্রশ্নের জবা‌বে তি‌নি ব‌লেন, এখানে মেডিকেল বোর্ড আছে তারা পরামর্শ করে সিদ্ধান্ত নেবেন। দুপুর একটার পরে আনুষ্ঠানিকভাবে জানানো হবে উনাকে বিদেশে নেওয়া হবে কি হবে না।

ভারত থে‌কে বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয় হাসপাতালে (বিএসএমএমইউ) ভর্তি ওবায়দুল কাদেরের চিকিৎসায় ঢাকায় আসছেন ভারতের প্রখ্যাত হৃদরোগ বিশেষজ্ঞ ডা. দেবী শেঠি। এ বিষ‌য়ে তি‌নি ব‌লেন, তি‌নি ছাড়াও বিশেষজ্ঞ ডাক্তাররাও আস‌বেন। তারপর সবাই মিলে মে‌ডি‌কেল বোর্ড ব‌সে সিদ্ধান্ত নেবে পরবর্তী করনীয় নিয়ে।

তি‌নি আরও ব‌লেন, ডা: আমা‌দের অবগত ক‌রে‌ছেন রোগী ক্রমান্বয়ে উন্ন‌তির দি‌কে। তারা সর্বোচ্চ চি‌কিৎসা দি‌চ্ছেন। এছাড়া, সকল বি‌শেষজ্ঞ ডাক্তাররা মি‌লে চেষ্টা কর‌ছেন। আমরা আশা ক‌রি, রোগী দ্রুত যেভা‌বে উন্ন‌তির দি‌কে যা‌চ্ছে খুব দ্রুত তি‌নি সুস্থ হ‌য়ে উঠ‌বেন ব‌লে আমা‌দের বিশ্বাস। তারপরও মে‌ডি‌কেল বোর্ড বসে বাকি সিদ্ধান্ত নেবে।

বিজ্ঞাপন

সারাবাংলা/এমএমএইচ/জেএএম

বিজ্ঞাপন
বিজ্ঞাপন
বিজ্ঞাপন
বিজ্ঞাপন