বিজ্ঞাপন

৭শ সোনার বারসহ গ্রেফতার ৪ জন রিমান্ডে

March 4, 2019 | 6:50 pm

।। স্পেশাল করেসপন্ডেন্ট ।।

বিজ্ঞাপন

চট্টগ্রাম ব্যুরো: চট্টগ্রামে আলাদা দুই অভিযানে  ৭শ পিস সোনার বারসহ গ্রেফতার হওয়া চারজনকে বিভিন্ন মেয়াদে রিমান্ডে নিয়ে জিজ্ঞাসাবাদের আদেশ দিয়েছেন আদালত।

সোমবার (০৪ মার্চ) চট্টগ্রাম মহানগর ও জেলা হাকিমের আদালত আলাদা দুই মামলায় এই আদেশ দেন।

এর আগে, রোববার নগরীর সিআরবি এলাকায় একটি প্রাইভেট কারে তল্লাশি করে ১০০ পিস সোনার বারসহ দু’জনকে গ্রেফতার করে নগর গোয়েন্দা পুলিশ। জব্দ করা সোনার বারের ওজন প্রায় ১২ কেজি । যার দাম প্রায় সাড়ে ৪ কোটি টাকা বলে জানিয়েছে পুলিশ। গ্রেফতার দু’জন হলেন- গাড়িচালক বিলাল হোসেন (২৮) এবং সোনার বার বহনকারি লাভু সাহা (৫৯)।

বিজ্ঞাপন

নগর পুলিশের সহকারি কমিশনার (প্রসিকিউশন) কাজী শাহাবুদ্দিন আহমেদ সারাবাংলাকে জানান, দু’জনকে জিজ্ঞাসাবাদের জন্য ১০ দিনের রিমান্ডের আবেদন জানায় নগর গোয়েন্দা পুলিশ। শুনানি শেষে অতিরিক্ত মুখ্য মহানগর হাকিম মহিউদ্দিন মুরাদ চারদিন মঞ্জুর করেন।

এদিকে রোববার দুপুরে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে মিরসরাইয়ের জোরারগঞ্জ থানার সোনাপাহাড় এলাকায় একটি জিপে অভিযান চালিয়ে ৬ শ পিস সোনার বারসহ দু’জনকে গ্রেফতার করে পুলিশ। জব্দ করা ৬০ কেজি স্বর্ণের বারের দাম প্রায় ২২ কোটি টাকা। গ্রেফতার দু’জন হল- গাড়িচালক করিম খান (৩৪) ও রাকিব (৩৪)।

চট্টগ্রাম জেলা পুলিশের পরিদর্শক (প্রসিকিউশন) বিজন কুমার বড়ুয়া সারাবাংলাকে বলেন, দুজনকে জিজ্ঞাসাবাদের হন্য ১০ দিনের রিমান্ডে চেয়েছিল তদন্তকারী কর্মকর্তা। শুনানি শেষে জ্যেষ্ঠ বিচারিক হাকিম এস এম শহীদুল্লাহ কায়সার পাঁচদিনের রিমান্ড মঞ্জুর করেছেন।

বিজ্ঞাপন

সারাবাংলা/আরডি/জেডএফ 

Tags: , ,

বিজ্ঞাপন
বিজ্ঞাপন
বিজ্ঞাপন
বিজ্ঞাপন