বিজ্ঞাপন

আশা করি জামায়াত সঙ্গ ত্যাগ করবে বিএনপি: তথ্যমন্ত্রী

March 6, 2019 | 8:41 pm

।। স্পেশাল করেসপন্ডেন্ট ।।

বিজ্ঞাপন

ঢাকা: তথ্যমন্ত্রী ড. হাছান মাহমুদ বলেছেন, ‘আশাকরি, মার্কিন কংগ্রেসের প্রস্তাবের পর বিএনপি অতিশিগগিরই জামায়াতের সঙ্গে তাদের সব ধরনের সম্পর্ক ছিন্ন করেছে বলে ঘোষণা দেবে। এছাড়া তাদের সঙ্গে জোট করে সরকার গঠন করেছে বলে জাতি এবং বিশ্ব সম্প্রদায়ের কাছে ক্ষমা চাইবে।’

বুধবার (৬ মার্চ) দুপুরে রাজধানীর আগারগাঁওয়ে তথ্য কমিশনে ‘অনুসন্ধানী সাংবাদিকতায় তথ্য আইনের ব্যবহার’ শীর্ষক কর্মশালা উদ্বোধনের পর সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এসব কথা বলেন।

হাছান মাহমুদ বলেন, ‘মার্কিন কংগ্রেসে উত্থাপিত প্রস্তাবনায় জামায়াতে ইসলামী এবং তাদের সঙ্গে যুক্ত সংগঠনগুলোর সঙ্গে দেশের রাজনৈতিক দলগুলোকে সম্পর্ক ছিন্ন করতে এবং একইসঙ্গে সরকারকে ব্যবস্থা গ্রহণ করতেও বলা হয়েছে।’

বিজ্ঞাপন

ড. হাছান মাহমুদ বলেন, ‘সরকারের পক্ষ থেকে জামায়াতে ইসলামীর বিষয়ে ব্যবস্থা নেওয়া হয়েছে, যুদ্ধপরাধীদের বিচার করা হয়েছে এবং জামায়াত নিষিদ্ধের বিষয়টি আদালতে প্রক্রিয়াধীন রয়েছে।’ তাদের সঙ্গে যুক্ত জঙ্গি তৎপরতায় লিপ্ত সংস্থাগুলোর বিরুদ্ধেও ইতোমধ্যে ব্যবস্থা নেওয়া হয়েছে, উলে­খ করে মন্ত্রী বলেন, ‘কিন্তু দেশের একটি বড় রাজনৈতিক দল বিএনপি যখন জামায়াতের আশ্রয়-প্রশ্রয়দাতা হয়, তাদের জোটের মধ্যে যখন জামায়াত থাকে, তখন তাদের বিরুদ্ধে পদক্ষেপ গ্রহণ করার ক্ষেত্রে প্রতিবন্ধকতা তৈরি হয়।’

খালেদা জিয়ার জন্য বিএসএমএমইউতে বিশ্বমানের চিকিৎসা

 বিএনপি নেত্রীর চিকিৎসা সংক্রান্ত সাংবাদিকদের প্রশ্নের জবাবে তথ্যমন্ত্রী বলেন, ‘বেগম খালেদা জিয়া সাবেক প্রধানমন্ত্রী ও বিরোধী দলীয় নেতা ছিলেন এবং দেশের একটি বড় রাজনৈতিক দলের চেয়ারপারসন। উপমহাদেশের সকল রীতিনীতি ভঙ্গ করে আদালতের বিশেষ বিবেচনায় কারাগারে সর্বোচ্চ বিশেষ সুবিধা তাকে দেওয়া হয়েছে। এমনকি গৃহপরিচারিকার সুবিধাও দেওয়া হয়েছে যা ব্রিটিশ, পাকিস্তান বা বাংলাদেশের কোনো আমলে হয়নি।’

ড. হাছান মাহমুদ বলেন, ‘বেগম জিয়া রাজবন্দী নন, সাজাপ্রাপ্ত আসামি, তারপরও রাজবন্দীদের বেলাতেও যা হয় না, তার বেলায় সেই সুবিধাগুলো দেওয়া হচ্ছে। সার্বক্ষণিক ডাক্তার, নার্স, ফিজিওথেরাপিস্ট সবই রয়েছে তার জন্যে। তারপরও বিএনপি নেতারা কদিন পরপরই বেগম জিয়ার অসুস্থতার কথা বলেন, কিন্তু তার এ অসুস্থতা নতুন নয়। অসুস্থতা নিয়েই তিনি দেশের প্রধানমন্ত্রীর দায়িত্ব পালন করেছেন, এই অসুস্থতা নিয়েই বেগম খালেদা জিয়া বিরোধী দলীয় নেতার দায়িত্ব পালন করেছেন, এই অসুস্থতা নিয়েই বেগম খালেদা জিয়া বিএনপি চেয়ারপারসনের দায়িত্ব পালন করেছেন।’

বিজ্ঞাপন

‘এরপরও তার জেল-কোড অনুযায়ী যাতে সর্বোচ্চ চিকিৎসা তিনি পান, সেজন্য ব্যবস্থা গ্রহণ করা হয়েছে। আপনারা দেখেছেন, আমাদের দলের সাধারণ সম্পাদক অসুস্থ হওয়ার পর বঙ্গবন্ধু মেডিকেলে নিয়ে যাওয়া হয়েছে এবং বঙ্গবন্ধু মেডিকেলে চিকিৎসা দেওয়া হয়েছে। এখানকার চিকিৎসা যে বিশ্বমানের ছিল, সেটি ভারতের হৃদরোগ বিশেষজ্ঞ এবং সিঙ্গাপুর থেকে যারা এসেছিলেন তারাও বলে গেছেন।’

চ্যানেল নাইন প্রসঙ্গ

 চ্যানেল নাইন এ বার্তা বিভাগ বন্ধ সংক্রান্ত সাংবাদিকদের অপর প্রশ্নের জবাবে তথ্যমন্ত্রী বলেন, ‘আমি চাই টেলিভিশনগুলোতে যারা কাজ করে সেই সাংবাদিকদের সুরক্ষা বজায় থাকুক। লক্ষ্য করছি, অনেক টেলিভিশনে তাদের আয় এবং ব্যয়ের মধ্যে বিরাট ফারাক। তাদের আয় যাতে বৃদ্ধি পায়, আমাদের দেশের বিজ্ঞাপনগুলো বিদেশে চলে না যায়, সে নিয়ে কাজ করছি। ধীরে ধীরে এক্ষেত্রে অনেক ইতিবাচক পরিবর্তন আসবে। হঠাৎ করে অনুষ্ঠান বন্ধ করে দেওয়া সমীচিন নয়। এক্ষেত্রে যথেষ্ট সময় দেওয়া প্রয়োজন, সেখানে যারা কাজ করে তাদের সংসার আছে, তাদের রুজির ব্যাপার আছে। কোনো কারণে যদি বন্ধ করতে হয় নিয়ম অনুযায়ী তাদেরকে কয়েক মাসের বেতন দিতে হয়।’

কর্মশালায় মূল প্রবন্ধ উপস্থাপন করেন সাবেক প্রধান তথ্য কমিশনার অধ্যাপক ড. মো. গোলাম রহমান, প্রশিক্ষণ পরিচালনা করেন তথ্য কমিশনার নেপাল চন্দ্র সরকার এবং তথ্য অধিকার আইন বিষয়ক অনলাইন ট্রাকিং সিস্টেম উপস্থাপন করেন তথ্য কমিশনার সুরাইয়া বেগম এনডিসি। আরও উপস্থিত ছিলেন প্রধান তথ্য কমিশনার মরতুজা আহমদ ও তথ্যসচিব আবদুল মালেকসহ অনেকে।

সারাবাংলা/এইচএ/এমআই

বিজ্ঞাপন

বিজ্ঞাপন
বিজ্ঞাপন
বিজ্ঞাপন
বিজ্ঞাপন