বিজ্ঞাপন

ঈদে এটিএন বাংলায় তিন ছবির টিভি প্রিমিয়ার

May 28, 2019 | 3:05 pm

এন্টারটেইনমেন্ট করেসপন্ডেন্ট

ঈদ অনুষ্ঠান বর্ণিল সব আয়োজন থাকছে এটিএন বাংলা। বেসরকারি এই চ্যানেলে ঈদ উপলক্ষে হতে যাচ্ছে তিনটি নতুন ছবির টিভি প্রিমিয়ার। অর্থাৎ তিনটি ছবি প্রথমবারের মতো প্রচার হবে ছোট পর্দায়।

বিজ্ঞাপন

ছবিগুলো হলো ‘পাগল মানুষ’, ‘দাগ হৃদয়ে’ এবং ‘পবিত্র ভালোবাসা’।

পবিত্র ভালোবাসা’ চলচ্চিত্রে মাহিয়া মাহি ও রোকন উদ্দিন

ঈদের দিন দুপুর ৩টায় প্রচার হবে এম এম সরকার পরিচালিত চলচ্চিত্র ‘পাগল মানুষ’। এতে অভিনয় করেছেন শাবনূর, শাহের খান, মিশা সওদাগর। তারেক শিকদার পরিচালিত ‘দাগ হৃদয়ে’ প্রচার হবে ঈদের পরদিন দুপুর ৩টায়। ছবিটিতে অভিনয় করেছেন বিদ্যা সিনহা মীম, বাপ্পী চৌধুরী, আঁচল। এ কে সোহেল পরিচালিত ‘পবিত্র ভালোবাসা’ চলচ্চিত্রটি প্রচার হবে ঈদের ৩য় দিন। এতে অভিনয় করেছেন মাহিয়া মাহি, ফেরদৌস, মৌসুমী।

টিভি প্রিমিয়ারসহ ২০টি বাংলা চলচ্চিত্র প্রচার করবে চ্যানেলটিতে। দশ দিনব্যাপী ঈদ আয়োজনের প্রতিদিনই প্রচার হবে দুটি করে বাংলা সিনেমা। একটি প্রচার হবে সকাল ১০টা ২০মিনিটে আর অন্যটি দুপুর ৩টায়।

বিজ্ঞাপন

‘দাগ হৃদয়ে’ সিনেমায় বিদ্যা সিনহা মীম, বাপ্পী চৌধুরী ও আঁচল

ঈদের দিন থেকে তৃতীয় দিন পর্যন্ত দুপুর ৩টায় টিভি প্রিমিয়ার ছাড়াও ১৭টি ছবি প্রচার হবে ঈদ উপলক্ষে। তার মধ্যে ১২টি ছবিতে অভিনয় করেছেন শাকিব খান। যার ৮টি ছবিতে অপু বিশ্বাস অভিনয় করেছেন। শাকিব খান অভিনীত অন্যান্য চলচ্চিত্রের সহশিল্পী হিসেবে অভিনয় করেছেন শাবনূর, পূর্ণিমা, সাহারা এবং পরীমনি।

এছাড়াও এটিএন বাংলায় প্রচার হবে নাটক, টেলিফিল্ম, ম্যাগাজিন অনুষ্ঠান, নৃত্যানুষ্ঠান, সংগীতানুষ্ঠান,  শিশুতোষ অনুষ্ঠান, সেলিব্রেটি শো, রম্য ম্যাগাজিনসহ বিবিধ অনুষ্ঠান।

সারাবাংলা/পিএ

বিজ্ঞাপন

Tags: , , ,

বিজ্ঞাপন
বিজ্ঞাপন
বিজ্ঞাপন
যৌথবাহিনীর সঙ্গে বন্দুকযুদ্ধে ৩ কেএনএফ সদস্য নিহততাহলে ব্যাংকে কি মাস্তান-মাফিয়ারা ঢুকবে?— কাদেরকে রিজভীর প্রশ্নরাখাইনে রোহিঙ্গাদের গ্রহনযোগ্যতা ও আরাকান আর্মিব্যাটারিচালিত যানবাহন বন্ধের ঘোষণায় সিপিবি’র ক্ষোভভিয়েতনাম মুক্তিসংগ্রামের অবিসংবাদিত কিংবদন্তি হো চি মিনমেট্রোরেলে ভ্যাট যাত্রীর ওপর চাপবে, পুনর্বিবেচনার অনুরোধ‘বৈষম্যমূলক’ পেনশন ব্যবস্থা প্রত্যাহারের দাবি বুয়েট শিক্ষকদের‘সামান্য কেমিক্যালের পয়সা বাঁচাতে দেশের সর্বনাশ করবেন না’মিরপুরে ব্যাটারিচালিত রিকশাচালকদের সড়ক অবরোধবিজয়ীদের ‘এসএমই উদ্যোক্তা পুরস্কার’ দিলেন প্রধানমন্ত্রী সব খবর...
বিজ্ঞাপন