বিজ্ঞাপন

দ্বিতীয়বারের মতো ভারতের প্রধানমন্ত্রী হিসেবে নরেন্দ্র মোদির শপথ

May 30, 2019 | 8:34 pm

আন্তর্জাতিক ডেস্ক

অভাবনীয় ভূমিধস জয়ের পর টানা দ্বিতীয়বারের মতো ভারতের প্রধানমন্ত্রী হিসেবে শপথ নিয়েছেন বিজেপি নেতা নরেন্দ্র মোদি। স্থানীয় সময় বৃহস্পতিবার (৩০ মে) সন্ধ্যা সাড়ে ৭টায় রাষ্ট্রপতি ভবনে মোদির মন্ত্রিপরিষদের শপথগ্রহণ অনুষ্ঠান শুরু হয়। এদিন অতিথি হয়ে দিল্লিতে এসেছেন বাংলাদেশের রাষ্ট্রপতি আবদুল হামিদসহ ৮ হাজার দেশি-বিদেশি প্রতিনিধিরা। আরও ছিলেন কংগ্রেস সভাপতি রাহুল গান্ধী এবং তার মা সোনিয়া গান্ধী। তবে শপথ অনুষ্ঠানে যাননি পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। খবর এনডিটিভির।

বিজ্ঞাপন

শপথগ্রহণের আগে সকালে ৬৮ বছর বয়সী বিজেপি নেতা মোদি শ্রদ্ধা জানান রাজঘাট ও জাতীয় যুদ্ধ স্মারকে। রাজঘাটে জাতির জনক মহাত্মা গান্ধীর স্মারকে শ্রদ্ধা জানানোর পর মোদি শ্রদ্ধা নিবেদন করেন প্রাক্তন প্রধানমন্ত্রী অটলবিহারী বাজপেয়ীর স্মারকে। এরপর ইন্ডিয়া গেটের কাছে জাতীয় যুদ্ধ স্মরকে যান তিনি। সেখানে কর্তব্যরত অবস্থায় শহীদ সেনাকর্মীদের স্মৃতিতে শ্রদ্ধা জানান মোদি। এসময় মোদির সঙ্গে ছিলেন বিজেপি সভাপতি অমিত শাহ, রবিশঙ্কর প্রসাদ, মেনেকা গান্ধী, স্মৃতি ইরানিসহ এনডিএ জোটের নেতারা।

সংবাদমাধ্যম এনডিটিভির মতে মোদির মন্ত্রিসভায় যারা জায়গা পাচ্ছেন তারা হলেন, অমিত শাহ, রবি শঙ্কর প্রসাদ, পিযুষ গয়াল, স্মৃতি ইরানি, নির্মলা সীতারমণ, কিরেন রিজিজু, সুষমা স্বরাজ, রাজনাথ সিং, নিতীন গড়কড়ি, ধর্মেন্দ্র প্রধান, ড. হর্ষবর্ধন, কৃষাণ পাল গুরজার, শ্রীপাদ নায়েক, নরেন্দ্র সিং ঠমার, সুরেশ প্রভু, রাও ইন্দ্রজিত সিং, ভিকে সিং, অর্জুন রাম মেগওয়াল, রাম বিলাস পাসওয়ান, হারশিমরাত কাউর, ডিভি সদানন্দ গৌড়, বাবুল সুপ্রিয়, প্রকাশ জাভাদেকার, রামদাস আদাভালে, জিতেন্দর সিং, নিরঞ্জন জ্যোতি, পারশোত্তম রুপালা, তাওয়ার চান্দ গেহলত।

বিজ্ঞাপন

এছাড়া প্রথমবারের মতো মন্ত্রী হতে পারেন, রত্তন লাল কাটারিয়া, রমেশ ফকিরিয়াল নিশাঙ্ক, আরসিপি সিং, জি কিষাণ রেড্ডি, সুলেশ আঙ্গাদি, এ রবিন্দ্রনাথ, কৈলাশ চৌধুরী, প্রহলাদ জোশি, সোম প্রকাশ, রামেশ্বর তেলি, সুব্রাত পাঠক, দেবশ্রী চৌধুরী, রিতা বহুগুনা জোসি।

শপথ অনুষ্ঠানে বিদেশি রাষ্ট্রপ্রধানদের মধ্যে আমন্ত্রণ জানানো হয় বাংলাদেশের রাষ্ট্রপতি মো. আবদুল হামিদ, শ্রীলংকার প্রেসিডেন্ট মাইথিরিপালা সিরিসেনা, মিয়ানমারের প্রেসিডেন্ট উ উইন মিন্থ, কিরগিজস্তানের প্রেসিডেন্ট সোরনবে জিনবেকভ, নেপালের প্রধানমন্ত্রী কে পি শর্মা ওলি, ভুটানের প্রধানমন্ত্রী ডা. লোটে শেরিং, মরিশাসের প্রধানমন্ত্রী প্রবিন্দ কুমার জুগনাউথ, থাইল্যান্ড সরকারের বিশেষ প্রতিনিধি গ্রিসাদা বুনরাককে। তবে অনুষ্ঠানে আমন্ত্রণ পাননি পাকিস্তানের কোনো প্রতিনিধি। অনুষ্ঠানে আরও আমন্ত্রণ জানানো হয়, পুলওয়ামায় বোমা হামলায় নিহত শহিদদের স্বজন ও পশ্চিমবঙ্গে রাজনৈতিক সহিংসতায় নিহত বিজেপি কর্মীদের পরিজনদের।

বলিউড তারকাদের মধ্যে সরকারপ্রধানের শপথ অনুষ্ঠানে আমন্ত্রণপত্র পেয়েছেন, শাহরুখ খান, অনিল কাপুর, শহিদ কাপুর, কঙ্গনা রানাউত, সঞ্জয় লীলা বনসালি, করণ জোহর, আনন্দ এল রাই, মধুর ভান্ডারকর এবং সিদ্ধার্থ রায় কাপুর। এছাড়াও আমন্ত্রণ জানানো হয়েছে ‘পিএম নরেন্দ্র মোদি’ সিনেমার অভিনেতা অনুপম খের, বিবেক ওবেরয় এবং প্রযোজক সন্দিপ সিং।

বিজ্ঞাপন

প্রসঙ্গত, গত ১১ এপ্রিল থেকে ১৯ মে পর্যন্ত সাতটি ধাপে অনুষ্ঠিত হয় লোকসভা নির্বাচন। নির্বাচনে বিজেপির নেতৃত্বে এনডিএ জোট জয় পেয়েছে ৩৫১টি আসনে। অপরদিকে কংগ্রেসজোট ৯২টি এবং অন্যান্যরা ৯৯টি আসন পায়।

সারাবাংলা/ এনএইচ

Tags: , ,

বিজ্ঞাপন
বিজ্ঞাপন
বিজ্ঞাপন
বিজ্ঞাপন