বিজ্ঞাপন

চোট পেয়েছেন তামিম

May 31, 2019 | 4:52 pm

বিশ্বকাপ ডেস্ক

বিজ্ঞাপন

বিশ্বকাপে নিজেদের প্রথম ম্যাচে মাঠে নামার একদিন আগে দুঃসংবাদ বাংলাদেশ দলে। দলের অন্যতম ভরসা ওপেনার তামিম ইকবাল ইনজুরিতে পড়েছেন। শুক্রবার (৩১ মে) অনুশীলনে বাম হাতে চোট পেয়েছেন তামিম। সঙ্গে সঙ্গেই তাকে মাঠ থেকে তুলে নেওয়া হয়েছে। তবে, তামিমের অবস্থা নিয়ে এখনও অফিসিয়ালি কিছু জানানো হয়নি।

কদিন আগেই শোনা গিয়েছিল মাশরাফির চোটের কথা। সেই তালিকায় ছিলেন সাকিব, মাহমুদউল্লাহ রিয়াদরা। পরে শোনা যায় অলরাউন্ডার মোহাম্মদ সাইফউদ্দিনের পিঠে চোটের কথা। সবশেষ চোটের তালিকায় যোগ হলেন ওপেনার তামিম ইকবাল।

ওভালের নেটে অনুশীলনের সময় হাতে চোট পেয়ে তিনি মাঠ ছাড়েন তামিম। দল অনুশীলন চালিয়ে গেলেও তামিম আছেন ড্রেসিংরুমে। তার সঙ্গে ফিজিও আছেন। এর আগে এশিয়া কাপে হাতে বল লেগে চোট পেয়েছিলেন তামিম ইকবাল।

বিজ্ঞাপন

তামিমের চোট গুরুতর কি না তা এখনো নিশ্চিত হওয়া যায়নি। এমনকি টিম ম্যানেজমেন্টের পক্ষ থেকেও তামিমের চোট নিয়ে কোনো বিবৃতি দেওয়া হয়নি।

সারাবাংলা/এমআরপি/এমআরএফ

বিজ্ঞাপন

Tags: , ,

বিজ্ঞাপন
বিজ্ঞাপন
বিজ্ঞাপন
বিজ্ঞাপন