বিজ্ঞাপন

ডেঙ্গু জ্বরে ব্যাংক উপদেষ্টার মৃত্যু

August 25, 2019 | 3:35 pm

স্টাফ করেসপন্ডেন্ট

ঢাকা: ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ডেঙ্গু রোগে আক্রান্ত হয়ে ফজলুর রহমান (৫৫) নামের এক ব্যক্তি মারা গেছে। তিনি কাকরাইলে অবস্থিত একটি সমবায় ব্যাংকের উপদেষ্টা ছিলেন।

বিজ্ঞাপন

শনিবার দিবাগত রাত ১টার দিকে হাসপাতালের ৬০২ নম্বর ওয়ার্ডে মারা যান তিনি।

ভাতিজা আল ফায়েদ নোবেল জানায়, গত চার দিন আগে জ্বর আসে তার। তখন ফরাজী হাসপাতালে চিকিৎসা নেন। সেখান থেকে গত ২৩ আগস্ট ঢাকা মেডিকেলে ভর্তি হয়।

শনিবার সকাল ৮টা থেকে রবিবার সকাল পর্যন্ত হাসপাতালে ৯৬ জন নতুন ডেঙ্গু রোগে আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হয়েছে। চিকিৎসা নিয়ে বাড়ি গেছেন ১৬৩ জন। বর্তমান ডেঙ্গু রোগি ভর্তি আছে ৪৯৬ জন।

বিজ্ঞাপন

পরিচালক বলেন, ডেঙ্গু রোগীর সংখ্যা আসতে আসতে কমতে শুরু করেছে। আগের তুলনায় রোগী হাসপাতালে অনেক কম। শিশু ডেঙ্গু রোগীর সংখ্যা বেড়েছে। গতকাল পর্যন্ত ১০৪ জন শিশু ভর্তি ছিল।

সারাবাংলা/এসএসআর/একে

Tags: , ,

বিজ্ঞাপন
বিজ্ঞাপন
বিজ্ঞাপন
বিজ্ঞাপন