বিজ্ঞাপন

শেলফের কাঁচ ভেঙে আহত ট্রাইব্যুনালের বিচারপতি

August 27, 2019 | 7:23 pm

সিনিয়র করেসপন্ডেন্ট

ঢাকা: চেম্বারের বুক শেলফের কাঁচ ভেঙে মাথা ও ঘাড়ে আঘাত পেয়েছেন আন্তর্জাতিক অপরাধ আদালতের বিচারপতি আমির হোসেন। চিকিৎসক জানিয়েছেন, তার আঘাত গুরুতর নয়। তাকে প্রাথমিক চিকিৎসা দিয়ে ছেড়ে দেওয়া হয়েছে।

বিজ্ঞাপন

মঙ্গলবার (২৭ আগস্ট) বিকেল ৫টার দিকে বিচারপতির চেম্বারে এ দুর্ঘটনা ঘটে। পরে তাকে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে নিয়ে চিকিৎসা দেওয়া হয়।

ঢামেক হাসপাতালের আবাসিক সার্জন ডা. মো. আলাউদ্দিন সারাবাংলাকে বলেন, কাঁচ ঘাড়ে পড়লে বিচারপতি আমির হোসেনের ঘাড়ের দিকে খানিকটা অংশ থেঁতলে গেছে। তবে কোনো সেলাই দিতে হয়নি। প্রাথমিক চিকিৎসা দিয়ে তাকে ছেড়ে দেওয়া হয়েছে।

ডা. আলাউদ্দিন আরও জানান, বিচারপতির আঘাত গুরুতর নয়। তবু সতর্কতার খাতিরে আমরা সিটি স্ক্যান করেছি। সিটি স্ক্যানের রিপোর্টেও কোনো সমস্যা ধরা পড়েনি। সন্ধ্যা ৬টা ২০ মিনিটের দিকে রিলিজ করে দেওয়া হয়েছে তাকে।

বিজ্ঞাপন

ট্রাইব্যুনাল সূত্রে জানা গেছে, বিচারপতি আমির হোসেনের চেম্বারের বুক শেলফ থেকে বই নামানোর সময় শেলফের কাঁচ ভেঙে যায়। এসময় কাঁচ এসে বিচারপতির ঘাড়-মাথায় পড়লে তিনি আহত হন।

সারাবাংলা/এজেডকে/এসএসআর/টিআর

Tags: , ,

বিজ্ঞাপন
বিজ্ঞাপন
বিজ্ঞাপন
বিজ্ঞাপন