বিজ্ঞাপন

কর্ণাটকে কংগ্রেস নেতা শিবকুমার গ্রেফতার, প্রতিবাদে হরতাল

September 4, 2019 | 1:08 pm

আন্তর্জাতিক ডেস্ক

ভারতের কর্ণাটকে বুধবার (৪ সেপ্টেম্বর) এক মানি লন্ডারিং মামলায় সিনিয়র কংগ্রেস নেতা ডিকে শিবকুমার আইন শৃংখলা রক্ষাকারী বাহিনীর হাতে গ্রেফতার হয়েছেন। খবর এনডিটিভির।

বিজ্ঞাপন

শিবকুমারকে গ্রেফতার করার প্রতিবাদে কর্ণাটকের কয়েকটি অঞ্চলে মানুষ রাস্তায় নেমে এসেছে। তারা টায়ারে আগুন লাগিয়ে মহাসড়ক অবরোধের চেষ্টা করেছে। সরকারি বাসে পাথর ছোড়ার ঘটনাও ঘটেছে। শিবকুমারের সমর্থকদের পক্ষ থেকে কর্ণাটকে হরতাল (বনধ) আহবান করা হয়েছে।

এ ব্যাপারে কর্ণাটকের মুখ্যমন্ত্রী বিএস ইয়েদিইয়ুরাপ্পা বলেছেন, আইন তার নিজের গতিতে চলছে, কারো বিরুদ্ধে অভিযোগ থাকলে, তিনি গ্রেফতার হবেনই। এখানে কোন রাজনীতি নেই।

এর আগে, শিবকুমারের গ্রেফতারের ঘটনায় নিন্দা জানিয়ে কর্ণাটকের সাবেক মুখ্যমন্ত্রী এসডি কুমারাস্বামী বলেছিলেন, বিজেপি রাষ্ট্রীয় বাহিনী ব্যবহার করে সাজানো মামলায় আটকের মাধ্যমে বিরুদ্ধ মতামত দমনের চেষ্টা করছে।

বিজ্ঞাপন

উল্লেখ করা যায় যে, কংগ্রেসের কোয়ালিসন সরকারকে আস্থা ভোটে পরাজিত করে বিজেপি সম্প্রতি কর্ণাটক রাজ্যের শাসনভার গ্রহণ করেছে।

সারাবাংলা/একেএম

Tags: , , , , , , ,

বিজ্ঞাপন
বিজ্ঞাপন
বিজ্ঞাপন
বিজ্ঞাপন