বিজ্ঞাপন

জম্মু-কাশ্মির সীমান্তে গোলাগুলি, দুই ভারতীয় সেনাসহ নিহত ৩

October 20, 2019 | 11:28 am

আন্তর্জাতিক ডেস্ক

শান্তি-প্রক্রিয়া ও অস্ত্রবিরতি লঙ্ঘন করে জম্মু-কাশ্মির সীমান্তে পাকিস্তানি সৈন্যরা গুলি চালিয়েছে বলে অভিযোগ করেছে ভারতীয় কর্তৃপক্ষ। এই ঘটনায় দুই ভারতীয় সৈন্যসহ ৩ জনের মৃত্যু হয়েছে। আহত হয়েছেন আরও তিনজন। তানগর সেক্টরের কুপওয়ারা জেলার সীমান্তে এই গোলাগুলি হয়।

বিজ্ঞাপন

রোববার (২০ অক্টোবর) সংবাদমাধ্যম এনডিটিভির খবরে এ তথ্য দেওয়া হয়েছে।

ভারতীয় সেনারা জানিয়েছে, তারা এই হামলার সমুচিত জবাব দিয়েছে।

এর আগে গত সপ্তাহে বারামুলা ও রাজৌরির লাইন অব কন্ট্রোলে পাকিস্তানি সেনাদের পৃথক দুই হামলায় ২ ভারতীয় সেনা মারা যায়। পাকিস্তান বেআইনিভাবে বারবার বেসামরিক মানুষদের টার্গেট করে হামলা চালাচ্ছে বলে অভিযোগ করছে ভারত।

বিজ্ঞাপন

ভারতীয় কর্তৃপক্ষ বলছে, শুধুমাত্র জুলাইয়ে ২৯৬বার, আগস্টে ৩০৭বার ও সেপ্টেম্বরে ২৯২বার যুদ্ধবিরতি লঙ্ঘন করেছে পাকিস্তান।

সারাবাংলা/এনএইচ

Tags: , , ,

বিজ্ঞাপন
বিজ্ঞাপন
বিজ্ঞাপন
বিজ্ঞাপন