বিজ্ঞাপন

দ্রব্যমূল্য বৃদ্ধির প্রতিবাদে কুড়িগ্রামে বিএনপির প্রতিবাদ সমাবেশ

November 18, 2019 | 5:49 pm

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট

কুড়িগ্রাম: সিন্ডিকেটের মাধ্যমে পেঁয়াজসহ প্রয়োজনীয় দ্রব্যের অস্বাভাবিক মূল্য বৃদ্ধির প্রতিবাদে কুড়িগ্রামে প্রতিবাদ সমাবেশ ও বিক্ষোভ মিছিল করেছে বিএনপি। এসময় দলের চেয়ারপারসন খালেদা জিয়ার মুক্তির দাবি জানান তারা।

বিজ্ঞাপন

কেন্দ্র ঘোষিত কর্মসূচির অংশ হিসেবে সোমবার (১৮ নভেম্বর) দুপুরে জেলা বিএনপি কার্যালয়ে সমাবেশ অনুষ্ঠিত হয়। এরপর নেতাকর্মীরা বিক্ষোভ মিছিল বের করেন।

সমাবেশে সভাপতিত্ব করেন জেলা বিএনপির সিনিয়র সহসভাপতি আবু বকর সিদ্দিক। বক্তব্য রাখেন বিএনপি নির্বাহী কমিটির সদস্য ও জেলা বিএনপির সাধারণ সম্পাদক সাইফুর রহমান রানা, সহসভাপতি মোস্তাফিজুর রহমান, সিনিয়র যুগ্ম সম্পাদক সোহেল হোসনাইন কায়কোবাদ, যুগ্ম সম্পাদক হাসিবুর রহমান, যুগ্ম সম্পাদক আশরাফুল হক রুবেল, সহসাধারণ সম্পাদক মোসলেম উদ্দিন মোল্লা দুলাল, ছাত্র বিষয়ক সম্পাদক মাজেদুল ইসলাম তারা।

বক্তারা অভিযোগ করেন সরকারের প্রত্যক্ষ মদদে সিন্ডিকেটের মাধ্যমে ২০ টাকার পেঁয়াজ ২৮০ টাকায় বিক্রি করে কোটি কোটি টাকা লুটপাট করা হচ্ছে। এসময় খালেদা জিয়ার মুক্তি ও সুচিকিৎসার দাবি জানান বক্তারা।

বিজ্ঞাপন

সারাবাংলা/এটি

Tags: , , ,

বিজ্ঞাপন
বিজ্ঞাপন
বিজ্ঞাপন
বিজ্ঞাপন