বিজ্ঞাপন

প্রতিদ্বন্দ্বীর বাসায় তাপস, মির্জা আব্বাসকে নিয়ে প্রচারে ইশরাক

January 11, 2020 | 7:19 pm

সিনিয়র করেসপন্ডেন্ট

ঢাকা: নির্বাচনী প্রচারের দ্বিতীয় দিনে গণসংযোগে ব্যস্ততম সময় পার করেছেন ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের (ডিএসসি) হেভিওয়েট দুই মেয়র প্রার্থী।

বিজ্ঞাপন

শনিবার (১১ জানুয়ারি) ওয়ারীর ঐতিহাসিক রোজ গার্ডেন থেকে নির্বাচনী প্রচার শুরু করেন ক্ষমতাসীন আওয়ামী লীগ মনোনীত মেয়রপ্রার্থী ব্যারিস্টার ফজলে নূর তাপস। এদিকে কমলাপুর রেল স্টেশন থেকে গণসংযোগে নামেন বিএনপি মনোনীত প্রার্থী ইঞ্জিনিয়ার ইশরাক হোসেন।

নির্বাচনী প্রচারের একপর্যায়ে গোপীবাগে বিএনপি প্রার্থী ইশরাকের বাসায় যান ব্যারিস্টার তাপস। এ সময় নৌকা প্রতীকের পক্ষে ভোট চান তিনি।

গণসংযোগকালে তাপস বলেন, ‘সম্প্রীতির রাজনীতির মাধ্যমেই উন্নয়ন সম্ভব। এখন থেকে ঢাকায় সম্প্রীতির রাজনীতি চলবে। আমরা অচল ঢাকাকে সচল ঢাকায় পরিণত করতে চাই।’

বিজ্ঞাপন

তিনি বলেন, ‘ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনকে স্বায়ত্তশাসনের মাধ্যমে দুর্নীতিমুক্ত করব। সুশাসিত ঢাকার আওতায় সব নাগরিক তাদের মৌলিক সুবিধা দৌড়গোড়ায় পাবে।’

তাপস বলেন, ‘এ শহরে আমার বেড়ে ওঠা। এ শহর আমার প্রাণের শহর। আমি শহরের ঐতিহ্য পুনরুদ্ধার করতে চাই। ঢাকার ঐতিহ্যকে সারাবিশ্বের কাছে তুলে ধরব, পরিস্ফুটিত করব। সেই সঙ্গে এ শহরকে বায়ু দুষণমুক্ত করব। সৌন্দর্যবর্ধন করব। ঢাকার প্রতিটি ওয়ার্ডে আমরা আমাদের সন্তানদের জন্য খেলার মাঠ ও পার্কের ব্যবস্থা করব।’

বিজ্ঞাপন

এ দিকে সাবেক মন্ত্রী ও অবিভক্ত ঢাকা সিটি করপোরেশনের মেয়র মির্জা আব্বানকে নিয়ে নির্বাচনী প্রচারণা চালিয়েছেন বিএনপির মনোনীত প্রার্থী ইশরাক হোসেন।

এ সময় মির্জা আব্বাস ছাড়াও তার সঙ্গে ছিলেন চেয়ারপারসনের উপদেষ্টা কাউন্সিলের সদস্য আবদুস সালাম, যুগ্ম মহাসচিব খায়রুল কবির খোকন, সাংগঠনিক সম্পাদক ফজলুল হক মিলনসহ হাজার হাজার নেতাকর্মী।

গণসংযোগের সময় ইশরাক বলেন, ‘দুর্নীতি ও দূষণের শহর থেকে পরিত্রাণের জন্য ধানের শীষে ভোট দেওয়ার বিকল্প নেই। বাসযোগ্য নগর গড়ে তুলতে হলে অবশ্যই ধানের শীষে ভোট দিতে হবে। কারণ গত ১৩ বছর ধরে ঢাকা বিশ্বে দূষিত শহরের তালিকায় প্রথম সারিতে অবস্থান করে নিয়েছে।’

বিএনপি মনোনীত এই প্রার্থী বলেন, ‘হারিয়ে যাওয়া ভোটের অধিকার ফিরিয়ে আনতে হবে। এ জন্য সবাই ঐক্যবদ্ধ হোন। ভোটের মাধ্যমেই গণতন্ত্রের মা দেশনেত্রীকে মুক্ত করতে হবে। গণতন্ত্র প্রতিষ্ঠা, দেশ নেত্রীর মুক্তি এবং ঢাকাকে পরিকল্পিতভাবে একটি সমস্যামুক্ত শহর গড়তে হলে ধানের শীষে ভোট দেওয়ার বিকল্প নেই।’

বিজ্ঞাপন

সারাবাংলা/এসবি/এসএইচ/একে

Tags: , , , ,

বিজ্ঞাপন
বিজ্ঞাপন
বিজ্ঞাপন
বিজ্ঞাপন