বিজ্ঞাপন

এবারও জাতিসংঘের দূতকে সফরের অনুমতি দেয়নি মিয়ানমার

January 15, 2020 | 8:19 pm

স্পেশাল করেসপন্ডেন্ট

ঢাকা: মানবাধিকার বিষয়ে জাতিসংঘকে অসহযোগিতা করার আগের নীতিতেই অটল রয়েছে মিয়ানমার। জাতিসংঘের বিশেষ দূত ইয়াংহি লি‘কে এবারও রাখাইন ভ্রমণের অনুমতি দেয়নি দেশটি।

বিজ্ঞাপন

গত ২০১৭ ডিসেম্বর থেকে এখন পর্যন্ত একাধিকবার আবেদন করেও মিয়ানমার সফরের অনুমতি পাননি ইয়াংহি লি। রোহিঙ্গা বিষয়ক চূড়ান্ত মানবাধিকার প্রতিবেদন আগামী মার্চে জাতিসংঘে দাখিল করবেন তিনি।

জেনেভা থেকে জাতিসংঘের মানবাধিকার বিষয়ক হাইকমিশনারের কার্যালয় থেকে মঙ্গলবার (১৫ জানুয়ারি) এক বার্তায় জানান হয়, মিয়ানমারের মানবাধিকার পরিস্থিতি খতিয়ে দেখতে বিশেষ দূত ইয়াংহি লি ১৫ থেকে ২৩ জানুয়ারি চূড়ান্ত সফর করবেন।

এবার শেষবারের মতো সফরের অনুমতি চাইলেও আগের মতোই মিয়ানমার নাকচ করে দেয়। তাই বিশেষ দূত ইয়াংহি লি বাংলাদেশ এবং থাইল্যান্ড সফর করবেন। এই দুইটি দেশে অবস্থানরত মিয়ানমারের নাগরিকদের সঙ্গে সরাসরি আলাপ করে মিয়ানমারের মানবাধিকার পরিস্থিতি খতিয়ে দেখবেন।

বিজ্ঞাপন

বিশেষ দূত ইয়াংহি লিকে উদ্ধৃতি করে বার্তায় বলা হয়, ‘মিয়ানমার সরকারের সঙ্গে কাজ করতে আমি এখনো আগ্রহী। মিয়ানমারের মানবাধিকার পরিস্থিতি খতিয়ে দেখার জন্য আমাকে যে দায়িত্ব দেওয়া হয়েছে, আমি তার শতভাগ কাজ করব। মিয়ানমারের মানবাধিকার বিষয়ের পরিস্থিতি জানতে আমি অনবরত দেশটির লোকজনের সঙ্গে আলাপ-আলোচনা চালিয়ে যাব।’

পররাষ্ট্র মন্ত্রণালয় থেকে জানা গেছে, পররাষ্ট্রমন্ত্রী ড. এ কে আব্দুল মোমেনের সঙ্গে বৃহস্পতিবার (১৬ জানুয়ারি) দুপুরে বিশেষ দূত ইয়াংহি লি সাক্ষাৎ করবেন।

সফর সম্পর্কে অবহিত করতে ইয়াংহি লি আগামী ২৩ জানুয়ারি ঢাকার সাংবাদিকদের জন্য আয়োজিত সংবাদ সম্মেলনের অংশ নিবেন।

বিজ্ঞাপন

সারাবাংলা/জেআইএল/এনএইচ

Tags: , ,

বিজ্ঞাপন
বিজ্ঞাপন
বিজ্ঞাপন
রাখাইনে রোহিঙ্গাদের গ্রহনযোগ্যতা ও আরাকান আর্মিব্যাটারিচালিত যানবাহন বন্ধের ঘোষণায় সিপিবি’র ক্ষোভভিয়েতনাম মুক্তিসংগ্রামের অবিসংবাদিত কিংবদন্তি হো চি মিনমেট্রোরেলে ভ্যাট যাত্রীর ওপর চাপবে, পুনর্বিবেচনার অনুরোধ‘বৈষম্যমূলক’ পেনশন ব্যবস্থা প্রত্যাহারের দাবি বুয়েট শিক্ষকদের‘সামান্য কেমিক্যালের পয়সা বাঁচাতে দেশের সর্বনাশ করবেন না’মিরপুরে ব্যাটারিচালিত রিকশাচালকদের সড়ক অবরোধবিজয়ীদের ‘এসএমই উদ্যোক্তা পুরস্কার’ দিলেন প্রধানমন্ত্রী৬ বছর পর কুবিতে অনুষ্ঠিত হলো ছায়া জাতিসংঘ সম্মেলনবঙ্গোপসাগরে লঘুচাপের সম্ভাবনা, তাপমাত্রা কমতে পারে ২ ডিগ্রি সব খবর...
বিজ্ঞাপন