বিজ্ঞাপন

প্রিমিয়ার লিগে জয়রথ ছুটিয়েই চলছে অপ্রতিরোধ্য লিভারপুল

January 30, 2020 | 12:59 pm

স্পোর্টস ডেস্ক

লিভারপুলের ছুটে চলা জয়ের পাগলা ঘোড়া যেন থামছেই না। ইংলিশ প্রিমিয়ার লিগে বুধবার (২৯ জানুয়ারি) ওয়েস্ট হ্যামের বিপক্ষে ২-০ গোলে জয় পেয়েছে ক্লপ শীষ্যরা। সেই সাথে তাঁরা অপরাজিত রইলো টানা ৪১টি ম্যাচ।

বিজ্ঞাপন

ওয়েস্ট হ্যামের মাঠে শুরু থেকেই একচেটিয়া খেলা খেলছিলো লিভারপুল। ম্যাচের ৩৫ তম মিনিটে দলকে প্রথম লিড এনে দেন মোহাম্মদ সালাহ।

স্বাগতিকদের ডি-বক্সে লিভারপুল ফরোয়ার্ড ডিভক ওরিগি ফাউলের শিকার হলে পেনাল্টি পায় অল রেডরা। সেখান থেকে গোল দিয়ে দলকে এগিয়ে দেন সালাহ। সেই সাথে বাগিয়ে নেন চলতি লিগে নিজের দ্বাদশ গোল।

এরপর দ্বিতীয়ার্ধের শুরুতেই ব্যবধান দ্বিগুণ করেন অক্সালেড চেম্বারলাইন। ম্যাচের ৫২ তম মিনিটে স্বাগতিকদের কর্ণার রুখে দিয়েই আক্রমণে যায় সালাহ বাহিনী।

বিজ্ঞাপন

বল নিয়ে এগিয়ে বাম প্রান্তে চেম্বারলেইনকে দুর্দান্ত এক পাস দেন মোহাম্মদ সালাহ। সেই পাস ধরে গোলরক্ষককে পরাস্ত করতে কোনো ভুল করেননি এই ইংলিশ মিডফিল্ডার।

দীর্ঘ প্রায় তিন দশক পর শিরোপা জয়ের দ্বারপ্রান্তে দাঁড়িয়ে রয়েছে লিভারপুল। ২৪ ম্যাচে ২৩ জয় ও এক ড্রয়ে ৭০ পয়েন্ট নিয়ে সবার ধরাছোঁয়ার বাইরে অবস্থান করছে অল রেডরা। সমান ম্যাচে ৫১ পয়েন্ট নিয়ে দ্বিতীয় অবস্থানে রয়েছে ম্যানচেস্টার সিটি।

বিজ্ঞাপন

সারাবাংলা/এনএ

Tags: ,

বিজ্ঞাপন
বিজ্ঞাপন
বিজ্ঞাপন
বিজ্ঞাপন