বিজ্ঞাপন

করোনাভাইরাসে মৃত ‘২৪ হাজার’, ‘তথ্য লুকাচ্ছে’ চীন!

February 7, 2020 | 1:54 pm

আন্তর্জাতিক ডেস্ক

চীন প্রথম থেকেই করোনাভাইরাস সম্পর্কে তথ্য গোপন করছে বলে অভিযোগ রয়েছে। সম্প্রতি চীনের অনলাইন পোর্টাল টেনসেন্ট এর একটি  ‘পরিসংখ্যান’ সে সন্দেহ উসকে দিয়েছে। এটি ‘এপিডেমিক সিচ্যুয়েশন ট্র্যাকারে’ করোনাভাইরাসে মৃতের সংখ্যা ২৪ হাজার ৫৮৯ দেখিয়েছে। তবে পরবর্তীতে তা মুছে ফেলে ‘৩০৪’ এ নামিয়ে আনা হয় বলে অভিযোগ রয়েছে। কিন্তু এর আগেই ‘স্ক্রিনশটটি’ ভাইরাল হয়েছে সামাজিক যোগাযোগমাধ্যম উইবো, ফেসবুক, টুইটারে। খবর ডেইলি মেইলের।

বিজ্ঞাপন

টেনসেন্ট এখনো এ বিষয়ে কোনো বিবৃতি দেয়নি। চীনপন্থিরা বলছেন, এটি চীনের বিরুদ্ধে ষড়যন্ত্র। ছড়িয়ে পড়া এসব ছবি এডিট করা। তবে অন্যরা বলছেন সাংবাদিকরা সরকারের বিরুদ্ধে গিয়েই ‘সঠিক’ তথ্য প্রকাশ করেছেন। যেখানে উল্লেখ করা হয়েছে, করোনাভাইরাসে আক্রান্তের সংখ্যা ১ লাখ ৫৪ হাজার ও মৃত ২৪ হাজার ৫৮৯। গত ২ ফেব্রুয়ারি এ ধরনের স্ক্রিনশটগুলো নেওয়া হয়েছে।

চীনের সরকারি হিসেবে উহান শহর থেকে ছড়িয়ে পড়া করোনাভাইরাসে এ ৭ ফেব্রুয়ারি পর্যন্ত ৬৩৮ জনের মৃত্যু হয়েছে। ভাইরাসে আক্রান্ত হয়েছেন বিভিন্ন দেশের অন্তত ৩১ হাজার মানুষ। ভাইরাস সংক্রমণে জরুরি বিশ্ব স্বাস্থ্য সতর্ক জারি করেছে ডব্লিউএইচও। অনেক দেশই আকাশপথে যোগাযোগ বিচ্ছিন্ন করেছেন চীনের সঙ্গে। তাইওয়ান জানিয়েছে, তারা আন্তর্জাতিক কোনো প্রমোদতরী তাদের বন্দরে ভিড়তে দিবে না।

বিজ্ঞাপন

সারাবাংলা/এনএইচ

Tags: , ,

বিজ্ঞাপন
বিজ্ঞাপন
বিজ্ঞাপন
বিজ্ঞাপন