বিজ্ঞাপন

ল্যাম্পার্ড এবার বায়ার্নের বিপক্ষে লড়বেন ডাগ আউটে

February 25, 2020 | 12:51 pm

স্পোর্টস ডেস্ক

চেলসির ইতিহাসে প্রথম এবং একমাত্র উয়েফা চ্যাম্পিয়নস লিগ জয়ের নায়ক ছিলেন ফ্র্যাঙ্ক ল্যাম্পার্ড। এই গল্প অবশ্য ৮ বছর আগে ২০১২ সালের ফাইনালে বায়ার্ন মিউনিখের বিপক্ষে। এরপর ২০১৩ সালে আবারো মুখোমুখি দু’দল। সেবার শেষ জয় হেসেছিল বাভারিয়ানরা। সাত বছর পর আবারো মুখোমুখি দু’দল, চ্যাম্পিয়নস লিগের নক আউটের প্রথম লেগে স্ট্যামফোর্ড ব্রিজে লড়াই শুরু হবে বাংলাদেশ সময় রাত দুইটায়।

বিজ্ঞাপন

স্ট্যামফোর্ড ব্রিজে বাভারিয়ানদের আতিথ্য দেওয়ার আগে চেলসি ম্যানেজার ফ্র্যাঙ্ক ল্যাম্পার্ড জানিয়ে দিলেন তার দল বায়ার্নকে সমীহ করলেও ভয় পায় না। যদিও শেষবার লন্ডনে খেলতে এসে টটেনহ্যাম হটস্পার্সকে ৭-২ গোলের ব্যবধানে বিধ্বস্ত করেছিল রবার্ট লেভান্ডোস্কির দল।

ল্যাম্পার্ড জানান, ‘লেভান্ডোস্কি বেশ কয়েক বছর ধরে বিধ্বংসী ফর্মে আছে। সে দারুণ একজন স্ট্রাইকার তবে আমি ওকে নিয়ে খুব বেশি চিন্তায় নেই।’

যদিও ল্যাম্পার্ড জানিয়েছেন লেভান্ডোস্কিকে নিয়ে খুব বেশি ভাবছেন না। তবুও তাকে নিয়ে ভাবতেই হচ্ছে চেলসি বসকে। জার্মান বুন্দেসলিগায় ২৩ ম্যাচে এর মধ্যেই ২৫ গোল করেছেন আর উয়েফা চ্যাম্পিয়নস লিগের ৫ ম্যাচে করেছেন ১০টি গোল।

বিজ্ঞাপন

গ্রুপ পর্বের ম্যাচে রেড স্টার বেলগ্রেডের বিপক্ষে এক ম্যাচেই করেছিলেন ৪টি গোল। অর্থাৎ বাড়তি চোখ থাকছেই লেভান্ডোস্কির দিকে। চেলসি বস ফ্র্যাঙ্ক ল্যাম্পার্ড খেলোয়াড় ল্যাম্পার্ড থাকাকালীন দুইবার বায়ার্নের মুখোমুখি হয়। যার মধ্যে ২০১২ সালের চ্যাম্পিয়ন্স লিগ ফাইনালে টাই ব্রেকারে ম্যাচ জিতে শিরোপা উদযাপন করেন। এর ঠিক এক বছর পর ২০১৩ সালে উয়েফা সুপার কাপে আবারো মুখোমুখি হয় দু’দল। সেবার অবশ্য ওই টাইব্রেকারেই ল্যাম্পার্ডের চেলসিকে হারিয়ে প্রতিশোধ নেয় বাভারিয়ানরা।

রাউন্ড অব-১৬’র দ্বিতীয় লেগে অ্যালিয়েন্স অ্যারেনায় ১৯ মার্চ মুখোমুখি হবে দু’দল।

বিজ্ঞাপন

সারাবাংলা/এসএস

বিজ্ঞাপন
বিজ্ঞাপন
বিজ্ঞাপন