বিজ্ঞাপন

এসএমই মেলায় ৪ কোটি ৯৫ লাখ টাকার পণ্য বিক্রি

March 15, 2020 | 5:23 pm

সিনিয়র করেসপন্ডেন্ট

ঢাকা: ৮ম জাতীয় এসএমই মেলায় ৪ কোটি ৯৫ লাখ টাকার বিভিন্ন পণ্য বিক্রি হয়েছে। একই সঙ্গে ৬ কোটি ৩৮ লাখ টাকার অর্ডারও পেয়েছেন উদ্যোক্তারা। রোববার (১৫ মার্চ) এসএমই ফাউন্ডেশনের পক্ষ থেকে গণমাধ্যমকে এই তথ্য জানানো হয়েছে।

বিজ্ঞাপন

গত ৪ মার্চ রাজধানীর বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে (বিআইসিসি) ৯ দিনের এই মেলা শুরু হয়। রাজধানীর কৃষিবিদ ইনস্টিটিউশনে (কেআইবি) মেলার উদ্বোধন করেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। আর ৭ মার্চ মেলা বন্ধ থাকায় তা চলে ১৩ মার্চ পর্যন্ত।

মেলায় সারাদেশের ২৯৬টি এসএমই উদ্যোক্তা প্রতিষ্ঠান অংশ নেয়। তারা ৩০৯টি স্টলে নিজেদের উৎপাদিত পণ্য প্রদর্শন করে৷ মেলায় দেশে উৎপাদিত পাটজাত পণ্য, খাদ্য ও কৃষি প্রক্রিয়াজাত পণ্য, চামড়াজাত সামগ্রী, ইলেক্ট্রিক্যাল ও ইলেক্ট্রনিক্স সামগ্রী, লাইট ইঞ্জিনিয়ারিং পণ্য, আইটি পণ্য, প্লাস্টিক ও সিনথেটিক পণ্য, হস্তশিল্প, ডিজাইন ও ফ্যাশনওয়্যারসহ বিভিন্ন ক্ষুদ্র ও মাঝারি শিল্প পণ্য প্রদর্শন করা হয়।

এবার মেলায় একাধিক সেমিনার অনুষ্ঠিত হয়। এসব সেমিনারে এসএমই খাতকে এগিয়ে নেওয়ার বিভিন্ন পরামর্শ উঠে আসে। উদ্যোক্তারা তাদের বিভিন্ন দাবি-দাওয়াও তুলে ধরেন।

বিজ্ঞাপন

সারাবাংলা/ইএইচটি/এমও

Tags: ,

বিজ্ঞাপন
বিজ্ঞাপন
বিজ্ঞাপন