বিজ্ঞাপন

শিশু একাডেমিতে বঙ্গবন্ধুর জন্মশতবর্ষ পালিত

March 17, 2020 | 5:19 pm

স্টাফ করেসপন্ডেন্ট

ঢাকা: জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশতবর্ষ ও জাতীয় শিশু দিবস ২০২০ উদযাপন উপলক্ষে দোয়া ও মিলাদ মাহফিল অনুষ্ঠিত হয়েছে।

বিজ্ঞাপন

মঙ্গলবার (১৭ মার্চ) সকালে বাংলাদেশ শিশু একাডেমি মিলনায়তনে মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রণালয় ও বাংলাদেশ শিশু একাডেমির আয়োজনে দোয়া ও মিলাদ মাহফিল অনুষ্ঠিত হয়।

মিলাদ মাহফিলে উপস্থিত ছিলেন, মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রণালয়ের সচিব কাজী রওশন আক্তার, শিশু একাডেমির চেয়ারম্যান লাকি ইনাম, বাংলাদেশ শিশু একাডেমির মহাপরিচালক জ্যোতি লাল কুরী, মহিলা বিষয়ক অধিদফতরের মহাপরিচালক পারভীন আকতার, জাতীয় মহিলা সংস্থার নির্বাহী পরিচালক কাজল ইসলাম ও অতিরিক্ত সচিব ফরিদা পারভীনসহ অনেকে।

দোয়া ও মাহফিল পরিচালনা করেন শিশু একাডেমির পেশ ইমাম মাওলানা মো. আতিকুল ইসলাম। তিনি দেশ ও জাতির কল্যাণে দোয়া পরিচালনা করেন। একই সঙ্গে বঙ্গবন্ধুর আত্মার শান্তি কামনা করেন ও প্রধানমন্ত্রী শেখ হাসিনার দীর্ঘায়ু কামনা করেন। অন্যদিকে বিশ্বব্যাপী ছড়িয়ে পড়া করোনাভাইরাস থেকে বাংলাদেশকে রক্ষা করতেও দোয়া করেন।

বিজ্ঞাপন

সারাবাংলা/এসজে/এমআই

Tags: , , ,

বিজ্ঞাপন
বিজ্ঞাপন
বিজ্ঞাপন
বিজ্ঞাপন