বিজ্ঞাপন

স্থগিত হলো কান চলচ্চিত্র উৎসব

March 20, 2020 | 1:40 pm

এন্টারটেইনমেন্ট ডেস্ক

করোনাভাইরাসের কারণে বিশ্বের সবচেয়ে মর্যাদাপূর্ণ চলচ্চিত্র উৎসব কান স্থগিত হতে পারে বলে গুঞ্জন ছিল। কান কর্তৃপক্ষ এর আগে বলেছিলো তারা ১০ এপ্রিল পর্যন্ত অপেক্ষা করবে। কিন্তু গতরাতে (১৯ মার্চ) এক ই-মেইল বার্তায় জানিয়েছে তারা আপাতত উৎসবটি স্থগিত করেছে।

বিজ্ঞাপন

ই-মেইল বার্তায় তারা লিখেন, ‘সারা দুনিয়ায় এক চরম সংকট দেখা দিয়েছে। এ সময়ে আমরা কোভিড-১৯ আক্রান্তদের কথা ভাবছি বেশি করে। ভাইরাসটির সাথে সাথে যারা লড়ছেন তাদের সবার প্রতি আমরা একাত্মতা প্রকাশ করছি।’

তারা আরও লিখেন, ‘আমরা আজ (১৯ মার্চ) এ সিদ্ধান্তে উপনীত হয়েছি যে কান চলচ্চিত্র উৎসব পূর্ব নির্ধারিত সময় ১২ থেকে ২৩ মে অনুষ্ঠিত হবে না। আমাদের সামনে অনেকগুলো অপশন ছিলো এটি চালু রাখার। কিন্তু আমরা জুনের শেষ ও জুলাইয়ের প্রথম সপ্তাহ পর্যন্ত এটি স্থগিত রাখার সিদ্ধান্ত নিয়েছি।’

ঠিক কবে এ বছরের উৎসবটি অনুষ্ঠিত হবে এ ব্যাপারে তারা সরাসরি কিছু না লিখলেও জানিয়েছে, তারা ফ্রান্সসহ সারাবিশ্বের করোনাভাইরাস পরিস্থিতি পর্যবেক্ষণে রাখবেন।

বিজ্ঞাপন

কান চলচ্চিত্র উৎসব এবারই প্রথম বন্ধ হচ্ছে তা না। উৎসবটি প্রথম অনুষ্ঠিত হয়েছিলো ১৯৩৯ সালে। তখন ‘হাঞ্চব্যাক অব নটর ডেম’ প্রদর্শনের পরদিন উৎসবটি বাতিল করা হয়। কারণ, ওই বছরের ১ সেপ্টেম্বর পোল্যান্ডে হামলা চালায় হিটলার বাহিনী। এ কারণে ১৯৪৬ সালকে ধরা হয় কানের প্রথম আসর। এছাড়া ১৯৬৮ সালের মে মাসে ফ্রান্সজুড়ে ছাত্র-শ্রমিকদের আন্দোলনের মুখে ব্যাহত হয় কান উৎসব।

সারাবাংলা/এজেডএস

Tags: , ,

বিজ্ঞাপন
বিজ্ঞাপন
বিজ্ঞাপন
রাখাইনে রোহিঙ্গাদের গ্রহনযোগ্যতা ও আরাকান আর্মিব্যাটারিচালিত যানবাহন বন্ধের ঘোষণায় সিপিবি’র ক্ষোভভিয়েতনাম মুক্তিসংগ্রামের অবিসংবাদিত কিংবদন্তি হো চি মিনমেট্রোরেলে ভ্যাট যাত্রীর ওপর চাপবে, পুনর্বিবেচনার অনুরোধ‘বৈষম্যমূলক’ পেনশন ব্যবস্থা প্রত্যাহারের দাবি বুয়েট শিক্ষকদের‘সামান্য কেমিক্যালের পয়সা বাঁচাতে দেশের সর্বনাশ করবেন না’মিরপুরে ব্যাটারিচালিত রিকশাচালকদের সড়ক অবরোধবিজয়ীদের ‘এসএমই উদ্যোক্তা পুরস্কার’ দিলেন প্রধানমন্ত্রী৬ বছর পর কুবিতে অনুষ্ঠিত হলো ছায়া জাতিসংঘ সম্মেলনবঙ্গোপসাগরে লঘুচাপের সম্ভাবনা, তাপমাত্রা কমতে পারে ২ ডিগ্রি সব খবর...
বিজ্ঞাপন