বিজ্ঞাপন

ধান কাটার জন্য মোংলা থেকে শ্রমিক গেল বরিশালে

April 24, 2020 | 8:28 am

লোকাল করেসপন্ডেন্ট

মোংলা (বাগেরহাট): চলতি মৌসুমে ধান কাটার জন্য মোংলা থেকে শ্রমিক পাঠানো হয়েছে বরিশালে। স্থানীয় পুলিশের তত্ত্বাবধানে শ্রমিকদের এই দলটি বাসে করে রওনা দেয় বরিশালের পথে। সেখানে ধান কাটা ও মাড়াইয়ের কাজ করবেন তারা।

বিজ্ঞাপন

বৃহস্পতিবার (২৩ এপ্রিল) সকাল ১১টার দিকে শ্রমিকদের নিয়ে বাসটি রওনা হয়। এসময় উপস্থিত ছিলেন বাগেরহাট পুলিশ সুপার পংকজ চন্দ্র রায়, মোংলা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ইকবাল বাহার চৌধুরী, অফিসার (তদন্ত) তুহিন মন্ডলসহ অন্যরা।

পুলিশ কর্মকর্তারা বলেন, ধান কাটার কাজের জন্য প্রথমবারের মতো মোংলা থেকে শ্রমিক পাঠানো হলো। পর্যায়ক্রমে এখান থেকে আরও শ্রমিক পাঠানো হবে।

এদিকে, বৃহস্পতিবার কেন্দ্রীয় আওয়ামী লীগের বিজ্ঞান প্রযুক্তি বিষয়ক উপকমিটির সদস্য ইকবাল লতিফ সোহেলের পক্ষ থেকে মোংলা পৌর এলাকা ও ইউনিয়নের চিলাবাজার, বৌদ্যমারি, জয়মনি,সুন্দরবন ও চাঁদপাই এলাকায় বাড়ি বাড়ি গিয়ে ত্রাণ বিতরণ করা হয়েছে।

বিজ্ঞাপন

সারাবাংলা/টিআর

Tags: , ,

বিজ্ঞাপন
বিজ্ঞাপন
বিজ্ঞাপন
বিজ্ঞাপন