বিজ্ঞাপন

২৬ বাংলাদেশি হত্যার ঘটনায় নিন্দা জানিয়েছে লিবিয়া

June 1, 2020 | 6:02 pm

স্পেশাল করেসপন্ডেন্ট

ঢাকা: লিবিয়ার দক্ষিণাঞ্চলীয় মিজদাহ শহরে ২৬ বাংলাদেশির ঘৃণ্য হত্যাকাণ্ডের ঘটনায় তীব্র নিন্দা জানিয়েছে লিবিয়ার সরকার। লিবিয়ার পররাষ্ট্র মন্ত্রণালয় থেকে পাঠানো এক শোক বার্তায় এ নিন্দা জানানো হয় বলে।

বিজ্ঞাপন

সোমবার (১ জুন) পররাষ্ট্র মন্ত্রণালয় থেকে পাঠানো এক বার্তায় এ কথা জানানো হয়েছে।

আরও পড়ুন- লিবিয়ার কাছে ২৬ বাংলাদেশি হত্যার বিচার চেয়েছি: মন্ত্রী

বার্তায় বলা হয়, এ হত্যাকাণ্ডকে কাপুরুষোচিত কাজ উল্লেখ করে হত্যাকারীদের বিচারের আওতায় আনারও অঙ্গীকার করা হয়েছে লিবিয়ার পররাষ্ট্র মন্ত্রণালয়ের শোক বার্তায়। এতে নিহতদের পরিবার ও বাংলাদেশ সরকারের প্রতি গভীর সমবেদনা জানানো হয়েছে। এ হত্যাকাণ্ডের তদন্ত ও বিচারের বিষয়ে লিবিয়ার সরকারের নেওয়া বিভিন্ন পদক্ষেপ নিহতদের পরিবার ও বাংলাদেশ সরকারকে জানানো হবে বলে শোকবার্তায় উল্লেখ করা হয়েছে।

বিজ্ঞাপন

এর আগে, লিবিয়ায় নিযুক্ত বাংলাদেশের রাষ্ট্রদূত মো. সেকান্দার আলী শনিবার (৩০ মে) বিকেলে মোবাইল সারবাংলাকে বলেন, ‘২৬ জন বাংলাদেশি নিহতের ঘটনায় শোক জানাতে লিবিয়ার পররাষ্ট্রমন্ত্রী মোহাম্মদ সায়ালা ফোন দিয়েছিলেন। তখন আমি এই ঘটনার সুষ্ঠু তদন্ত এবং ক্ষতিপূরণের দাবি জানিয়েছি। লিবিয়ার পররাষ্ট্রমন্ত্রী এই ব্যাপারে আশ্বস্ত করেছেন।’

রাষ্ট্রদূত আরও বলেন, ‘এ ছাড়াও আমরা এর আগে লিখিতভাবে লিবিয়া সরকারের কাছে এই হত্যাকাণ্ডের ঘটনার প্রকৃত তদন্তসহ জড়িতদের গ্রেফতর, দোষীদের যথাযথ শাস্তি এবং ক্ষতিগ্রস্তদের ক্ষতিপূরণ দাবি করেছি।’

আরও পড়ুন-

বিজ্ঞাপন

লিবিয়ায় ২৬ বাংলাদেশি হত্যার বিচার দাবি সিজিসিএম’র

২৬ বাংলাদেশি হত্যার ঘটনায় সুষ্ঠু তদন্তের আশ্বাস লিবিয়ার

লিবিয়ায় ২৬ বাংলাদেশি হত্যার ঘটনায় মানবাধিকার কমিশনের উদ্বেগ

বিজ্ঞাপন

সারাবাংলা/জেআইএল/টিআর

Tags: , ,

বিজ্ঞাপন
বিজ্ঞাপন
বিজ্ঞাপন
মধ্যরাতে বিএনপি কার্যালয়ে ডিবির অভিযানে আটক ৭, রিজভীর নিন্দাশেকৃবিতে কোটা সংস্কার আন্দোলনকারী ছাত্রের কান ফাটাল ছাত্রলীগকোটা সংস্কার আন্দোলন: বুধবার গায়েবানা জানাজা ও কফিন মিছিল‘মুক্তিযুদ্ধবিরোধী স্লোগানে বিশৃঙ্খলা তৈরির পাঁয়তারা’কোটা আন্দোলনকারীদের দখলে রাবি, মোটরসাইকেলে অগ্নিসংযোগরাঙ্গামাটির ‘সুইডিশে’ সংঘর্ষ, আহত ১০সব বিশ্ববিদ্যালয় বন্ধ, শিক্ষার্থীদের হল ছাড়তে হবে: ইউজিসিমুক্তিযুদ্ধকে ব্যঙ্গ, ঢাবি ছাত্রলীগের সাবেক শীর্ষ নেতাদের নিন্দাবেরোবিতে ভিসির বাসভবন ও ছাত্রলীগ সভাপতির গাড়িতে অগ্নিসংযোগফিরে গেছেন আন্দোলনকারীরা, কর্মসূচি ঘোষণা পরে সব খবর...
বিজ্ঞাপন