বিজ্ঞাপন

সীমান্ত উত্তেজনা নিয়ন্ত্রণে: ভারতের সেনাপ্রধান

June 13, 2020 | 1:27 pm

আন্তর্জাতিক ডেস্ক

চীনের সঙ্গে সৃষ্ট সীমান্ত উত্তেজনা এখন সম্পূর্ন নিয়ন্ত্রণে রয়েছে বলে জানিয়েছেন ভারতের সেনাপ্রধান এম এম নার্ভানে। শনিবার (১৩ জুন) স্থানীয় সময় সকালে তিনি এ কথা জানান। খবর এনডিটিভি।

বিজ্ঞাপন

তিনি বলেন, চীন-ভারত শীর্ষ সামরিক কর্মকর্তা পর্যায়ের বৈঠকে যদিও বিভিন্ন ইস্যুতে ‘দ্বি মত’ হয়েছে কিন্তু তা সত্ত্বেও দুই দেশই সীমান্ত উত্তেজনা প্রশমনের ব্যাপারে একমত হয়েছেন।

এদিকে, বার্তাসংস্থা এএনআইকে সেনাপ্রধান জানিয়েছেন, দফায় দফায় কোর ও কমান্ডার পর্যায়ে বৈঠকের মাধ্যমে চীন-ভারত সীমান্ত নিয়ন্ত্রণে আনা সম্ভব হয়েছে। দুই দেশের মধ্যে অমীমাংসিত ইস্যুগুলো আগামী বৈঠকে সমাধান হবে বলেও আশা প্রকাশ করেছেন সেনাপ্রধান এমএম নার্ভানে।

প্রসঙ্গত, লাদাখের পূর্বাঞ্চলীয় পাঙ্গন লেকে মে মাসের শুরু থেকে চীন ও ভারতীয় বাহিনীর মধ্যে কয়েকদফা ‘উত্তেজনা’ সৃষ্টির খবর জানিয়েছিল স্থানীয় গণমাধ্যমগুলো।

বিজ্ঞাপন

সারাবাংলা/একেএম

Tags: , , ,

বিজ্ঞাপন
বিজ্ঞাপন
বিজ্ঞাপন
বিজ্ঞাপন