বিজ্ঞাপন

বগুড়া শজিমেক হাসপাতালে করোনা পরীক্ষার আরও একটি ল্যাব চালু

August 16, 2020 | 12:09 pm

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট

বগুড়া: করোনাভাইরাস (কোভিড-১৯) পরীক্ষা করতে বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ (শজিমেক) হাসপাতালে আরও একটি ল্যাব চালু করা হয়েছে। ‘এইচটিসি/এআরটি সেন্টার’ শিরোনামের এই ল্যাবে প্রতিদিন ৩০ জনের নমুনা পরীক্ষা করা হবে।

বিজ্ঞাপন

শনিবার (১৫ আগস্ট) জাতীয় শোক দিবসে এই ল্যাব উদ্বোধন করা হয়।

উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন শজিমেক হাসপাতালের পরিচালক বিগ্রেডিয়ার জেনারেল এস এম এম সালেহ ভুঁইয়া, শজিমেক অধ্যক্ষ ডা. মো. রেজাউল আলম জুয়েল, শজিমেক হাসপাতালের সহযোগী অধ্যাপক ও বিভাগীয় প্রধান (চর্ম ও যৌন) ডা. মো. ছাইদুর রহমানসহ হাসপাতালের নার্স ও চিকিৎসকরা।

ডা. মো. ছাইদুর রহমান বলেন, এই সেন্টারে এইচআইভি পরীক্ষা করা হতো। করোনার এই মহামারিতে মানুষের দুর্ভোগ কমানোর জন্য এই সেন্টারে করোনা পরীক্ষার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। প্রতিদিন ৩০ জনের নমুনা পরীক্ষা করা হবে।

বিজ্ঞাপন

সারাবাংলা/টিসি

Tags: ,

বিজ্ঞাপন
বিজ্ঞাপন
বিজ্ঞাপন
বিজ্ঞাপন