বিজ্ঞাপন

গণমাধ্যমে সিনহা হত্যা মামলার তথ্য প্রকাশে নিষেধাজ্ঞা চেয়ে রিট

September 10, 2020 | 12:58 am

সিনিয়র করেসপন্ডেন্ট

ঢাকা: কক্সবাজারের টেকনাফে পুলিশের গুলিতে অবসরপ্রাপ্ত সেনা কর্মকর্তা সিনহা মো. রাশেদ খানের নিহত হওয়ার ঘটনায় চলমান হত্যা মামলা নিয়ে গণমাধ্যমে কোনো তথ্য প্রকাশ না করার নির্দেশনা চেয়ে হাইকোর্টে রিট দায়ের করা হয়েছে। টেকনাফ মডেল থানার সাময়িক বরখাস্ত উপপরিদর্শক (এসআই) নন্দলাল রক্ষিতের ভাই দেব দুলাল রক্ষিত গত সপ্তাহে রিটটি করেন।

বিজ্ঞাপন

বুধবার (৯ সেপ্টেম্বর) রাতে রিট দায়েরের তথ্য সারাবাংলাকে নিশ্চিত করেছেন ডেপুটি অ্যাটর্নি জেনারেল বিপুল বাগমার। রিটকারী দেব দুলাল রক্ষিতের ভাই বরখাস্ত এসআই নন্দলাল রক্ষিত সিনহা হত্যা মামলার একজন আসামি।

ডেপুটি অ্যাটর্নি জেনারেল জানান, গত সপ্তাহে রিট দায়ের হওয়ার পর বিচারপতি মো. খসরুজ্জামান ও বিচারপতি মাহমুদ হাসান তালুকদারের হাইকোর্ট বেঞ্চে মঙ্গলবার আংশিক শুনানি হয়েছে। আদালত আগামী রোববার (১৩ সেপ্টেম্বর) এই রিটের পরবর্তী শুনানির দিন নির্ধারণ করেছেন।

জানা গেছে, তদন্ত শেষ না হওয়া পর্যন্ত আসামিদের গণমাধ্যমের সামনে উপস্থিত না করার বিষয়েও নির্দেশনা চাওয়া হয়েছে রিটে। এতে স্বরাষ্ট্র সচিব ও তথ্য সচিবসহ চার জনকে বিবাদী করা হয়েছে।

বিজ্ঞাপন

সারাবাংলা/এজেডকে/টিআর

Tags: , , ,

বিজ্ঞাপন
বিজ্ঞাপন
বিজ্ঞাপন
বিজ্ঞাপন