বিজ্ঞাপন

সাড়ে ৫ মাস পর স্টেশন কাউন্টারে ট্রেনের টি‌কিট বি‌ক্রি শুরু

September 12, 2020 | 3:38 pm

সি‌নিয়র করেসপন্ডেন্ট

ঢ‌াকা: সাড়ে ৫ মাস পরে ট্রেনের মোট আসন সংখ্যার ৫০ শতাংশ টিকিট কাউন্টারে বি‌ক্রি শুরু হয়েছে। তবে আন্তঃনগর ট্রেনে সকল প্রকার স্ট্যান্ডিং টিকিট ইস্যু সম্পূর্ণ বন্ধ আছে।

বিজ্ঞাপন

করোনার কারণে ট্রেনের ৫০ শতাংশ টিকিটের অর্ধেক অর্থাৎ মোট আসন সংখ্যার ২৫ শতাংশ স্টেশনের কাউন্টারের মাধ্যমে বিক্রি হচ্ছে দেশের সব স্টেশনে। একইসঙ্গে মোবাইল অ্যাপ ও অনলাইন থেকে পাওয়া যাবে বাকি ২৫ শতাংশ আসনের টিকিট।

শনিবার (১২ সেপ্টেম্বর) সকাল ৮টা থেকে কমলাপুর রেলওয়ে স্টেশনের কাউন্টার থেকে ট্রেনের টিকিট বিক্রি শুরু হয়। প্রায় ২০টি কাউন্টারের মাধ্যমে সকল আন্তঃনগর যাত্রীবাহী ট্রেনের ২৫ শতাংশ টিকিট দেওয়া হচ্ছে যাত্রীদের।

বিজ্ঞাপন

কমলাপুর রেলস্টেশনের স্টেশন ম্যানেজার মোহাম্মদ মাসুদ সারওয়ার বলেন, ‘কমলাপুরসহ সারা দেশের রেল স্টেশনের কাউন্টারে টিকিট বিক্রি শুরু হয়েছে। কাউন্টার থেকে ২৫ শতাংশ আসনের টিকিট দিচ্ছি আমরা।’

সারাবাংলা/এসএ/এমও

Tags: , ,

বিজ্ঞাপন
বিজ্ঞাপন
বিজ্ঞাপন
বিজ্ঞাপন