বিজ্ঞাপন

ধর্ষকের সর্ব্বোচ শাস্তি চেয়ে রাবি শিক্ষক-শিক্ষার্থীদের পদযাত্রা

October 9, 2020 | 4:10 pm

রাবি করেসপন্ডেন্ট

রাবি: নোয়াখালীতে নারীকে বিবস্ত্র করে নির্যাতনের ঘটনাসহ সারা দেশে অব্যাহত নারী ও শিশু ধর্ষণ এবং নির্যাতনের প্রতিবাদে খালি পায়ে পদযাত্রা করেছেন রাজশাহী বিশ্ববিদ্যালয়ের শিক্ষক-শিক্ষার্থীরা। শুক্রবার (৯ অক্টোবর) বেলা ১১টায় বিশ্ববিদ্যালয়ের জোহা চত্বর থেকে নগরীর সাহেব বাজার জিরো পয়েন্ট পর্যন্ত প্রায় ছয় কিলোমিটার খালি পায়ে হেঁটে ধর্ষকদের সর্বোচ্চ শাস্তি দাবি করেন তাঁরা।

বিজ্ঞাপন

এসময় বিশ্ববিদ্যালয় অর্থনীতি বিভাগের অধ্যাপক ড. ফরিদ খান ও আরবি বিভাগের অধ্যাপক ড. ইফতেখারুল আলম মাসউদসহ বেশ কয়েজন শিক্ষার্থী এ পদযাত্রায় অংশ নেন।

খালি পায়ে পদযাত্রার বিষয়ে জানতে চাইলে অধ্যাপক ড. ফরিদ উদ্দিন খান বলেন, ‘দেশব্যাপী নারীদের ওপর চলমান নৈরাজ্য, সহিংসতা, ধর্ষণের প্রতিবাদে আমরা আজ পথে দাঁড়িয়েছি। নারীদের প্রতি সম্মান জানাতেই আমরা খালি পায়ে পদযাত্রা করছি। আমরা একটি ধর্ষণমুক্ত সমাজ চাই।’

আরবি বিভাগের অধ্যাপক ড. ইফতিখারুল আলম মসাউদ বলেন, ‘আজ দেশব্যাপী নারীর প্রতি যে ধরণের ভয়াবহ নিপীড়ন ও সহিংস আচরণের প্রকাশ ঘটছে তার প্রতিরোধে যার যার অবস্থান থেকে একযোগে প্রতিবাদ করতে হবে। এটা মানবতাবিরোধী অপরাধ। পরিবার থেকে শুরু করে প্রতিটা প্রতিষ্ঠান ও সংস্থাকে এর বিরুদ্ধে সচেতনতা তৈরিতে এগিয়ে আসতে হবে। রাষ্ট্রকে এর বিরুদ্ধে কঠোরভাবে আইন প্রয়োগ করতে হবে। সর্বস্তরে নৈতিকতার চর্চা ও শিক্ষা বাস্তবায়ন করতে হবে।’

বিজ্ঞাপন

নগরীর জিরোপয়েন্টে পথযাত্রাটি শেষ হলে সেখানে কয়েক মিনিট অবস্থান করেন তারা।

সারাবাংলা/এমও

Tags: , , ,

বিজ্ঞাপন
বিজ্ঞাপন
বিজ্ঞাপন
বিজ্ঞাপন