বিজ্ঞাপন

রাগীব-রাবেয়া মেডিকেল শিক্ষার্থীদের জন্য ৩ দিনের শোক

March 13, 2018 | 10:53 am

স্পেশাল করেসপন্ডেন্ট

বিজ্ঞাপন

ঢাকা : নেপালের ত্রিভুবন আন্তর্জাতিক বিমানবন্দরে ইউএস-বাংলার উড়োজাহাজ বিধ্বস্তে নিহত হয়েছেন সিলেটের রাগীব-রাবেয়া মেডিকেল কলেজের ১১ শিক্ষার্থী। দুর্ঘটনায় বেঁচে গেছেন দুই শিক্ষার্থী।

বিমান বিধ্বস্তে নিহতদের স্মরণে দেশের সরকারি-বেসরকারি মেডিকেল কলেজ হাসপাতালে কালো ব্যাজ ধারণ, কালো পতাকা উত্তোলন ও তিনদিনের শোক পালন কর্মসূচি চলছে।

এমবিবিএস ফাইনাল ইয়ারের পরীক্ষা সমাপ্ত করার পর তারা গতকাল ছুটি কাটাতে নিজ দেশ নেপালে যাচ্ছিল। এ কলেজে অধ্যায়নরত নেপালি শিক্ষার্থীদের সংখ্যা প্রায় আড়াইশ বলে জানা গেছে। এর মধ্যে সম্প্রতি এমবিবিএস ফাইনাল ইয়ারে পড়ালেখা শেষ করেন বেশ কয়েকজন শিক্ষার্থী। তাদের মধ্যে ১৩ শিক্ষার্থী গতকাল দুপুরে ইউএস বাংলার ওই ফ্লাইটে নিজ বাড়ি নেপালে যেতে সিলেট ছাড়েন। তারা ঢাকা হয়ে যাচ্ছিলেন বাড়িতে।

বিজ্ঞাপন

গতকাল বিকেলে কাঠমুন্ডুতে ইউএস বাংলার ফ্লাইটটি দুর্ঘটনায় কবলিত হওয়ার খবর সিলেটে পৌঁছামাত্র শোকের ছায়া নেমে আসে রাগীব-রাবেয়া মেডিকেল কলেজে।

রাগীব-রাবেয়া মেডিকেল কলেজ হাসপাতাল সূত্রে রাতে ওই ১৩ শিক্ষার্থীর নাম পাওয়া গেছে। এরা হচ্ছে- সঞ্জয় পৌডেল, সঞ্জয়া মহারজন, নেগা মহারজন, অঞ্জলি শ্রেষ্ঠ, পূর্ণিমা লোহানি, শ্রেতা থাপা, মিলি মহারজন, শর্মা শ্রেষ্ঠ, আলজিরা বারাল, চুরু বারাল, শামিরা বেনজারখার, আশ্রা শখিয়া ও প্রিঞ্চি ধনি।

এদের মধ্যে প্রিন্সি ধনি ও শামিরা বেনজারখার বেঁচে আছেন।

বিজ্ঞাপন

সারাবাংলা/এইচএ/একে

আরও পড়ুন

ক্যাপ্টেন আবিদ সুলতান মারা গেছে

নেপালের পথে স্বজনরা

বিজ্ঞাপন

ইউএস বাংলার বিধ্বস্ত বিমা‌নের ক্রুর কন্যা অপহৃত

‘০২’ আর ‘২০’র দ্বিধায় গেল ৫০ প্রাণ!

নেপালের বিমানবন্দরে ৭০টির বেশি দুর্ঘটনা

৯ বাংলাদেশি বেঁচে আছেন, নিহত ২৪

প্রয়োজনে বিদেশি তদন্ত, সারাবাংলাকে ইউএস-বাংলার এমডি

সফর সংক্ষিপ্ত করে দেশে ফিরছেন প্রধানমন্ত্রী

 

 

 

 

 

 

 

 

 

বিজ্ঞাপন
বিজ্ঞাপন
বিজ্ঞাপন
বিজ্ঞাপন