বিজ্ঞাপন

সংকটাপন্ন অবস্থায় সৌমিত্র চট্টোপাধ্যায়

November 2, 2020 | 2:51 pm

এন্টারটেইনমেন্ট ডেস্ক

‘এতদিন ধরে তার আচ্ছন্নভাব কিছুতেই কাটছে না। তাই খুব বেশি আশা করা হয়তো উচিত হবে না’, সৌমিত্র চট্টোপাধ্যায়ের শারীরিক অবস্থা নিয়ে এমনটাই জানালেন বেলভিউ হাসপাতালের চিকিৎসকরা। ৬ অক্টোবর থেকে বেলভিউ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় রয়েছেন কিংবদন্তী অভিনেতা সৌমিত্র চট্টোপাধ্যায়। এরই মধ্যে কেটে গিয়েছে ২৫টি দিন। কিন্তু এখনও শারীরিক অবস্থার কোনও উন্নতি ঘটেনি বলেই জানালেন হাসপাতালের চিকিৎসক।

বিজ্ঞাপন

রোববার (১ অক্টোবর) বিকেল পাঁচটার মেডিক্যাল বুলেটিনে বেলভিউ হাসপাতালের পক্ষ থেকে ডা. অরিন্দম কর জানিয়েছিলেন, ‘সকাল থেকে ইন্টারনাল ব্লিডিং বা অভ্যন্তরীণ রক্তক্ষরণ হচ্ছিল সৌমিত্র চট্টোপাধ্যায়ের।’ রাত ৯টার বুলেটিনে জানালেন, ‘সেই রক্তক্ষরণ এখনও সম্পূর্ণ নিয়ন্ত্রণে আনা সম্ভব হয়নি। রক্তক্ষরণ ঠিক কোথা থেকে হচ্ছে, তা বুঝতে সিটি এনজিওগ্রাফি করা হয়। বিশেষজ্ঞদের পরামর্শ নিয়ে পোস্ট সিটি এনজিও ডায়ালিসিস করা হয়।’ কীভাবে রক্তক্ষরণ সম্পূর্ণ নিয়ন্ত্রণে আনা যায়, সেই চেষ্টা চলছে। পাশাপাশি এদিন পাঁচ ইউনিট ব্লাড ট্রান্সফিউশনও করা হয়েছে।’

জানা গেছে, সৌমিত্র চট্টোপাধ্যায়ের আচ্ছন্নভাবও কাটছে না কোনওভাবেই। অক্সিজেনও চলছে আগের মতোই। কোনও ক্ষেত্রেই উন্নতির লক্ষণ চোখে পড়ছে না বলেই জানান ডা. অরিন্দম কর। বললেন, ‘২৫-২৬ দিন হয়ে যাচ্ছে, কিন্তু নিউরজিক্যাল সমস্যাটাই বেশি করে ভোগাচ্ছে বর্ষীয়ান অভিনেতাকে। আচ্ছন্নভাব কাটছে না কিছুতেই। আর এটাই মনে হচ্ছে তার স্বাস্থ্যের উন্নতি না হওয়ার কারণ। ৮৫ বছরে কো-মর্বিডিটি নিয়ে লড়ছেন। কিন্তু মনে হয়, খুব বেশি আশা করা যাবে না।’

উল্লেখ্য, বেশ কয়েকদিন ধরেই অসুস্থ ছিলেন সৌমিত্র চট্টোপাধ্যায়। চিকিৎসকের পরামর্শে তার করোনা পরীক্ষা করানো হয়। মঙ্গলবার (৬ অক্টোবর) রিপোর্টে কোভিড পজিটিভ আসে কিংবদন্তি এই অভিনেতার। এরপরই কলকাতার বেলভিউ ক্লিনিকে ভর্তি করা হয় তাকে। সেখানে তার শারীরিক অবস্থার অবনতি হয়। দেয়া হয় প্লাজমা থেরাপি। এরপর তার করোনা রিপোর্ট নেগেটিভ আসে। সেইসঙ্গে চিকিৎসাতেও সাড়া দিতে থাকেন তিনি। কিন্তু আচমকাই তার শারীরিক অবস্থা সংকটজনক হয়ে পড়ে।

বিজ্ঞাপন

সারাবাংলা/এএসজি

Tags: , ,

বিজ্ঞাপন
বিজ্ঞাপন
বিজ্ঞাপন
বিজ্ঞাপন